Skip to content

যৌন হেনস্থার অভিযোগে বরাখাস্ত অর্জুন পুরস্কারপ্রাপ্ত সিআরপিএফ ডিআইজি – Sexual Harassment Case

author img

নয়াদিল্লি, 27 এপ্রিল: সিআরপিএফের স্পোর্টস অফিসার তথা ডিআইজি ব়্যাংকের এক আধিকারিককে বহিষ্কার করা হল ৷ মহিলা সহকর্মীদের যৌন হেনস্থার অভিযোগ প্রমাণিত হওয়ার পর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফে ডিআইজি খাজন সিংকে বহিষ্কারের নোটিশ জারি করা হয়েছে ৷ উল্লেখ্য, খাজন সিং 1986 সালে সিওল এশিয়াড়ে ভারতের হয়ে সাঁতারের 200 মিটার বাটারফ্লাই ইভেন্টে রুপো জিতেছিলেন ৷ তাঁকে অর্জুন সম্মানও প্রদান করা হয়েছিল ভারত সরকারের তরফে ৷

সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সম্মতিতে সিআরপিএফের ডিআইজি খাজন সিংকে বহিষ্কার করা হয়েছে ৷ আধাসেনার মহিলা বাহিনীর সদস্যদের যৌন হেনস্থার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ৷ সূত্রের খবর, সিআরপিএফের একাধিক মহিলা জওয়ান খাজন সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন ৷ এরপরেই সিআরপিএফের তরফে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয় ৷ যেখানে খাজন সিং দোষী সাব্যস্ত হন বলে সূত্রকে উল্লেখ করে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই ৷

পরবর্তীকালে, দেশের বৃহত্তম আধা-সামরিক বাহিনী ইউপিএসসি কর্তৃপক্ষকে তদন্তের রিপোর্ট জমা দেয় ৷ সেই সঙ্গে ডিআইজি খাজন সিংকে বরখাস্ত করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন করতে বলা হয় সিআরপিএফের তরফে ৷ সিআরপিএফের এক বরিষ্ঠ আধিকারিক সংবাদসংস্থা এএনআইকে বলেন, “সিআরপিএফ ওই আধিকারিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করেছে ৷ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত হয়েছে ৷ সেই অনুযায়ী ইউপিএসসি-কে একটি রিপোর্ট দেওয়া হয়েছে ৷”

খাজন সিং এই মুহূর্তে মুম্বইয়ে পোস্টিংয়ে রয়েছেন ৷ তাঁকে বহিষ্কারের একটি নোটিশ ইস্যু করা হয়েছে ৷ 15 দিনের মধ্যে খাজন সিংকে এর জবাব দিতে বলা হয়েছে সিআরপিএফের তরফে ৷ তাঁর বিরুদ্ধে মোট দু’টি অভিযোগ রয়েছে ৷ উল্লেখ্য, 1986 সালে সিওল এশিয়াডে সাঁতারে 200 মিটারের বাটারফ্লাই ইভেন্টে দ্বিতীয় হয়েছিলেন খাজন সিং ৷ 1951 সালের পর এশিয়াডে সাঁতারে খাজন সিংয়ের হাত ধরে প্রথম পদক এসেছিল ভারতে ৷ খাজন সিংকে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল ভারত সরকারের তরফে ৷

আরও পড়ুন:

  1. অচেনা মহিলাকে ‘ডার্লিং’ বললে তা ফৌজদারি অপরাধ, যৌন হেনস্থা: কলকাতা হাইকোর্ট
  2. উত্তরপ্রদেশে মহিলা বিচারককে যৌন হেনস্তার ঘটনায় রিপোর্ট তলব প্রধান বিচারপতির
  3. ‘নাইট স্টে’ করতে বলে মেসেজ ! বিশ্বভারতীর অধ্যাপকের বিরুদ্ধে থানায় ছাত্রীরা

বার্তা সূত্র