Skip to content

Yogi Adityanath: মোদীর জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বারাণসী! জনগণের ক্ষোভ অগ্রগতিতে রূপান্তরিত, দাবি যোগীর

Yogi Adityanath: মোদীর জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বারাণসী! জনগণের ক্ষোভ অগ্রগতিতে রূপান্তরিত, দাবি যোগীর

India

oi-Dibyendu Saha

Google Oneindia Bengali News

গত নয় বছরে বিশ্ব জুড়ে ভারতের খ্যাতি বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালের আগের তুলনায় সাধারণ মানুষ এখন অগ্রগতি দেখতে পাচ্ছেন। এমনটাই দাবি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)। তিনি বলেন, আগে কেন্দ্রের সরকারের প্রতি অবিশ্বাস আর ক্ষোভ ছিল। কিন্তু এখন তা নেই।

দুদিনের সফরে বারাণসীতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে একাত্মবোধ বাড়াতে বিভিন্ন বিধানসভা এলাকায় হওয়া টিফিন মিটিংয়ে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী।

যোগী আদিত্যনাথ

ফাইল ছবি

বারাণসীর কৈলাস মাঠে টিফিন মিটিংয়ের সময় বিজেপি কর্মীদের সম্বোধন করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, গত নয় বছরে আমরা সবাই দেশের বদলে যাওয়া চিত্রের সাক্ষী হয়েছি। তিনি বলেন, আগে সরকারের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ, অসন্তোষ ও অবিশ্বাস ছিল। প্রতিদিনই .নতুন দুর্নীতির মামলা সামনে আসত। অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক নিরাপত্তা হুমকির মুখে পড়ত।

মুখ্যমন্ত্রী দাবি করেছেন, গত নয় বছরে আমরা পরিবর্তনশীল ভারত দেখেছি। এই মুহূর্তে দেশের সীমানা সুরক্ষিত। প্রধানমন্ত্রীর বিদেশ সফরে ভারতের ক্রমবর্ধমান শক্তির অনুভূতি পাওয়া গিয়েছে। ভারত সারা বিশ্বে প্রতিপত্তি বাড়িয়েছে বলেও দাবি করেন তিনি।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, বিজেপি ভারতের উন্নতি ও বিশ্ব মঞ্চে মানবতার কল্যাণে কাজ করছে। ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি আর আগামী দু থেকে তিন বছরের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

যোগী আদিত্যনাথ

ফাইল ছবি

কাশ্মীর এখন সন্ত্রাসবাদ ছেড়ে শান্তির পথে। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে জঙ্গি তৎপরতা নেই। তিনি দাবি করেন, সেই সব জায়গায় সাধারণ মানুষ বিজেপির সরকারের অধীনে নতুন আত্মবিশ্বাস আর অগ্রগতির পথে হাঁটছে। তিনি বলেন, আগে দেশের অন্তত ১২০ টি জেলায় মাওবাদী তৎপরতা ছিল, এখন তা তিন থেকে চারটি জেলার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে।

প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে যোগী (Yogi Adityanath) বলেছেন, তিনি এখন বিশ্ব নেতা হিসেবে স্বীকৃত। যেহেতু তিনি লোকসভায় বারাণসীর প্রতিনিধিত্ব করেন, তাই এই শহর বিশ্বের আকর্ষণের কেন্দ্র বিন্দুতে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী কাশীকে মর্যাদা ও পরিচয় দিয়েছেন।

English summary

Yogi Adityanath: Varanasi is the center of attraction due to PM Modi, claims UP CM

Story first published: Monday, June 12, 2023, 9:55 [IST]

সংবাদ সূত্র