Cricket
oi-Manojit Maulik
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আজ পঞ্চম দিন। ওভালে জিততে ভারতের দরকার ২৮০ রান। অস্ট্রেলিয়ার চাই ৭ উইকেট। ২০১৩ সালের পর থেকে আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত।
ওভাল টেস্ট ড্র হয়ে গেলে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষিত হবে। গুরুত্বপূর্ণ দিনের খেলার স্কোর, নিউজ আপডেট, পরিসংখ্যান ও বিশ্লেষণের জন্য চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

Newest First Oldest First
জয়ের গন্ধ পাচ্ছে অস্ট্রেলিয়া
অজিঙ্ক রাহানের উইকেট তুলে নিতেই জয়ের গন্ধ পেতে শুরু করল অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের বলে ৪৬ রান করে কট বিহাইন্ড রাহানে। ২১২ রানে ৬ উইকেট পড়ল ভারতের।
বোল্যান্ডের জোড়া ধাক্কা
৪৩.৩ ওভারে বিরাট কোহলির উইকেট নেওয়ার পর এই ওভারের পঞ্চম বলে রবীন্দ্র জাদেজার উইকেটটিও তুলে নিলেন বোল্যান্ড। জাদেজা ২ বলে ০। ভারত ৫ উইকেটে ১৭৯।
বিরাট কোহলি আউট
স্কট বোল্যান্ডের বলে স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন বিরাট কোহলি। করলেন ৪৯ রান। ১৭৯ রানে ভারতের চতুর্থ উইকেটের পতন।
বৃষ্টির সম্ভাবনা
লন্ডনে আজ উষ্ণ আবহাওয়া। এখন আকাশে মেঘ নেই। তবে পরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ। সেক্ষেত্রে ওভার নষ্ট হলে খেলা গড়াবে রিজার্ভ ডে-তে।
১০ বছরের খরা মিটবে?
২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। তারপর থেকে ভারত কোনও আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। ট্রফি জয়ের সেই দীর্ঘ খরা মেটানোর লক্ষ্যে ভারত।
ওভাল জমজমাট
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিততে আজ শেষ দিনে ভারতের জিততে দরকার ২৮০ রান। অস্ট্রেলিয়ার দরকার ৭ উইকেট।
ওভাল জমজমাট
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিততে আজ শেষ দিনে ভারতের জিততে দরকার ২৮০ রান। অস্ট্রেলিয়ার দরকার ৭ উইকেট।
১০ বছরের খরা মিটবে?
২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। তারপর থেকে ভারত কোনও আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। ট্রফি জয়ের সেই দীর্ঘ খরা মেটানোর লক্ষ্যে ভারত।
বৃষ্টির সম্ভাবনা
লন্ডনে আজ উষ্ণ আবহাওয়া। এখন আকাশে মেঘ নেই। তবে পরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ। সেক্ষেত্রে ওভার নষ্ট হলে খেলা গড়াবে রিজার্ভ ডে-তে।
বিরাট কোহলি আউট
স্কট বোল্যান্ডের বলে স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন বিরাট কোহলি। করলেন ৪৯ রান। ১৭৯ রানে ভারতের চতুর্থ উইকেটের পতন।
বোল্যান্ডের জোড়া ধাক্কা
৪৩.৩ ওভারে বিরাট কোহলির উইকেট নেওয়ার পর এই ওভারের পঞ্চম বলে রবীন্দ্র জাদেজার উইকেটটিও তুলে নিলেন বোল্যান্ড। জাদেজা ২ বলে ০। ভারত ৫ উইকেটে ১৭৯।
জয়ের গন্ধ পাচ্ছে অস্ট্রেলিয়া
অজিঙ্ক রাহানের উইকেট তুলে নিতেই জয়ের গন্ধ পেতে শুরু করল অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের বলে ৪৬ রান করে কট বিহাইন্ড রাহানে। ২১২ রানে ৬ উইকেট পড়ল ভারতের।
Oneindia এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদপান.
Allow Notifications
You have already subscribed
English summary
WTC Final 2023: Australia vs India Day 5 Score News Updates Stats In Bengali. India Need 280 Runs, Australia Need 7 Wickets To Win.