Skip to content

Wrestler’s Protest | কুস্তিগিরদের আন্দোলনের সমর্থনে কলকাতায় মিছিল – Kolkata TV

Wrestler’s Protest | কুস্তিগিরদের আন্দোলনের সমর্থনে কলকাতায় মিছিল - Kolkata TV

Wrestler’s Protest | কুস্তিগিরদের আন্দোলনের সমর্থনে কলকাতায় মিছিল

কলকাতা: দিল্লিতে মহিলা কুস্তিগিরদের আন্দোলনের (Wrestler’s Protest) ঢেউ কলকাতার রাজপথে পৌঁছে গেল। অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিং-এর কঠোরতম শাস্তির দাবিতে সরব হলেন কলকাতার ক্রীড়াবিদরাও। রাজধানীর আন্দোলনকে সমর্থন জানিয়ে বৃহস্পতিবার শহরের সংহতি মিছিল হয়।

মিছিলে পা মেলান নীলাংশু পাল, ক্রম্পটন দত্ত সহ অনেক বিশিষ্ট ক্রীড়াবিদ। সুবোধ মল্লিক স্কোয়ার (Subodh Mallick Square) থেকে রানী রাসমণি অ্যাভিনিউ (Rani Rashmoni Avenue) পর্যন্ত ক্রীড়াবিদদের এই মিছিল থেকে আগামিদিনে আরও তীব্র আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। মৌলালি মোড়ে বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং ও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়। 

ক্রীড়াবিদদের বক্তব্য, ১০ থেকে ১২ জন মহিলা কুস্তিগিরের উপর যৌন হেনস্তার ঘটনা ঘটেছে। পকসো আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রয়েছে, অথচ তিনি নিজের মতো ঘুরে বেড়াচ্ছেন। ব্রিজভূষণের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কোনও রকম ব্যবস্থা নিচ্ছে না। এর বিরুদ্ধেই আমরা প্রতিবাদে শামিল হয়েছি। যতদিন না দাবি পূরণ হবে ততদিন আন্দোলন চলবে বলে এদিন ক্রীড়াবিদদের পক্ষে জানান সামসুল আলম।

আরও পড়ুন: Karnataka CM Swearing-In | শনিবার বেঙ্গালুরুতে বিরোধীদের ‘চাঁদের হাটে’ থাকতে পারেন মমতাও 

সংযুক্ত কিষান মোর্চা (Samyukt Kisan Morcha) ও কুস্তিগিরদের আন্দোলনের প্রতি সংহতি জানাতে রাস্তায় নেমেছে।দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন মোর্চার কেন্দ্রীয় নেতারা। কলকাতাতেও মোর্চার নেতৃত্ব বিজ্রভূষণের শাস্তির দাবিতে মিছিল মিটিং করছেন।

মোর্চার নেতা অভীক সাহা এদিন বলেন, গ্রামের কৃষক, খেতমজুর পরিবারের ছেলেমেয়েরা কুস্তি, কবাডি প্রভূতি খেলার সঙ্গে বেশি যুক্ত থাকে। এইসব পরিবারের ছেলেমেয়েরা এই ধরনের খেলায় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে। কিন্তু অনুশীলনের নাম করে ব্রিজভূষণ সিংয়ের মতো রাজনৈতিক নেতাদের হাতে মহিলারা যৌন হেনস্তার শিকার হন। অভীক জানান, ইতিমধ্যেই সারা দেশের ১৭০০ জায়গায় আন্দোলন সংগঠিত হয়েছে। আগামী ২১ মে আন্দোলনের পরবর্তী রণকৌশল চূড়ান্ত করা হবে। তাঁর অভিযোগ, অভিযুক্ত ব্রিজভূষণকে আড়াল করছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

বার্তা সূত্র