Skip to content

West Medinipur: কেশিয়াড়িতে পঞ্চায়েত সমিতি গঠনের দিনক্ষণ স্থির হল! কবে হচ্ছে ?

West Medinipur: কেশিয়াড়িতে পঞ্চায়েত সমিতি গঠনের দিনক্ষণ স্থির হল! কবে হচ্ছে ?

Advertisement

West Medinipur: আর কোনও কাঁটা রইল না। এবারে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে উত্তম শীটের নির্বাচিত হওয়া একেবারে নিশ্চিত হয়ে গিয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর কেশিয়াড়িতে পঞ্চায়েত সমিতি গঠনের দিনক্ষণ ঠিক করা হয়েছে। সেদিনই কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি ও সহ সভাপতি নির্বাচন করা হবে। রাজ্য থেকে সভাপতি হিসাবে উত্তম শীট ও সহ সভাপতি পদে দেবেন হাঁসদার নাম পাঠানো হয়েছিল। কিন্তু সভাপতি হিসাবে উত্তম শীটের নাম পছন্দ না হওয়ায় গত ১০ আগস্টে কেশিয়াড়িতে পঞ্চায়েত সমিতি গঠনের প্রক্রিয়া স্থগিত করতে হয়। কারন বর্তমানে সিআইডি হেফাজতে থাকা তৃণমূলের সাসপেন্ডেড জেলা সাধারন সম্পাদক ফটিক রঞ্জন পাহাড়ির অনুগামীরা বেঁকে বসেন। তাঁদের দাবি ছিল ফটিক পাহাড়িকে সভাপতি করতে হবে। তবে এখন অবশ্য আর কোনও জটিলতা নেই। ইতিমধ্যে দলের এক অঞ্চল সভাপতি মৃত্যঞ্জয় ওরফে ঝাড়েশ্বর সাঁতরার খুনের ঘটনায় সিআইডি হেফাজতে রয়েছেন ফটিক ও তাঁর ঘনিষ্ঠ অনুগামী কার্তিক পালুই। আর চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ ধৃত অপর এক ফটিক অনুগমী শিক্ষক রামপদ সিং বর্তমানে চারদিনের পুলিশ হেফাজতে রয়েছেন। ফলে সেই হিসাবে ফটিক সহ এই দুজনের ৪ সেপ্টেম্বর কেশিয়াড়িতে পঞ্চায়েত সমিতি গঠনের দিন বিশেষ অধিবেশনে উপস্থিত থাকার সম্ভাবনা কম। এছাড়া ফটিকের সঙ্গে থাকা আরও তিন পঞ্চায়েত সমিতির সদস্য দলের পাঠানো নামে সমর্থনের আশ্বাস দিয়েছেন। ফলে এক ঝটকায় ফটিকের পক্ষের ছয়জন কমে গিয়েছে। তার উপর শুক্রবার মধ্য রাতে দুজন বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে বিজেপি চার থেকে কমে দুই হয়ে গিয়েছে। ফলে সংখ্যার বিচারে উত্তম শীট এখন এগিয়ে রয়েছেন। প্রসঙ্গত এই পঞ্চায়েত নির্বাচনে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে মোট ২৭টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ২৩টি। আর বিজেপি পেয়েছিল ৪টি। সেই হিসাবে তৃণমূলের পঞ্চায়েত সমিতি গঠনের ক্ষেত্রে কোনও অসুবিধা হওয়ার কথা ছিল না। কিন্তু তৃণমূলের গোষ্ঠী দ্বন্দের কারনে সমস্ত হিসাব উল্টে যায়। তৃণমূলের জয়ী ২৩ জনের মধ্যে ১৪ জন ফটিকের পক্ষে ছিলেন। যদিও সেই সংখ্যাটা এখন নেমে পাঁচে দাঁড়িয়েছে। তবে এই পাঁচজন দলের নেতৃত্বকে জানিয়ে দিয়েছে উত্তম শীটের পক্ষে থাকবেন। ফলে বিজেপির দুই দলত্যাগীদের নিয়ে এই মুহূর্তে উত্তম শীটের পক্ষে রয়েছেন ২২ জন। এদিকে ফটিক সহ তাঁর দুই অনুগামীর গ্ৰেফতারের পর কেশিয়াড়িতে তৃণমূলের অন্দরে রীতিমতো কম্পনের সৃষ্টি হয়েছে। কেশিয়াড়ি ব্লকের নয়টি অঞ্চলের সভাপতিরা সকলেই বিভিন্ন সময়ে তৃণমূলের জেলা সভাপতির কাছে গিয়ে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। তবুও তাঁদের সকলেই খুব একটা নিশ্চিন্তে থাকার অবকাশ পাবেন না। কারন কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি গঠনের পর জেলা নেতৃত্বের পক্ষ থেকে প্রতিটি অঞ্চল ধরে কাজের মূল্যায়ন শুরু হবে। তৃণমূলের প্রতিটি অঞ্চল সভাপতির কাজকর্ম ও ভূমিকা আতশ কাঁচের নিচে রাখা হবে। এই ব্যাপারে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বললেন ” কেশিয়াড়িতে পঞ্চায়েত সমিতি গঠনের ক্ষেত্রে আর কোনও জটিলতা নেই। দলের পক্ষ থেকে পাঠানো সভাপতি ও সহ সভাপতি অন্তত ২২ জনের সমর্থন পাবেন।

Advertisement

বার্তা সূত্র