Skip to content

West Bengal Panchayat Election Results 2023: বিজেপির মতুয়া-আদিবাসী ভোটে ধস, বুমেরাং হবে ২০২৪-এর লোকসভায়

Panchayat Election 2023: ভাঙড়ে জারি ১৪৪ ধারা, সিআইডি তদন্তের নির্দেশ! সিবিআই চাইলেন নওশাদ

West Bengal

oi-Sanjay Ghoshal

Google Oneindia Bengali News

বাংলা পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ধাক্কা খেয়েছে নিজেদের খাসতালুক বলে পরিচিত উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও মতুয়া মহলে। এবার বিজেপির মতুয়া ও আদিবাসী ভোটে ধস নামতে দেখা গিয়েছে এই সব এলাকায়। ফলে ২০২৪-এর লোকসভা নির্বাচনে চা অনেকাংশে বুমেরাং হতে পারে।

উত্তর ২৪ পরগনার বনগাঁ ও নদিয়ার রানাঘাট ছাড়াও বেশ কয়েকটি জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন মতুয়ারা। রাজ্যের অন্তত ১০২টি বিধানসভায় মতুয়াদের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভবা রয়েছে। ৩০টি বিধানসভা কেন্দ্রে তারা সরাসরি নিয়ন্ত্রক শক্তি। এই অবস্থায় রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির মতুয়া ভোটব্যাঙ্কে ধস নামা মানে লোকসভার বেশ কয়েকটি আসনে তার প্রভাব পড়বে।

West Bengal Panchayat Election Results 2023

Panchayat Election 2023: ভাঙড়ে জারি ১৪৪ ধারা, সিআইডি তদন্তের নির্দেশ! সিবিআই চাইলেন নওশাদ Panchayat Election 2023: ভাঙড়ে জারি ১৪৪ ধারা, সিআইডি তদন্তের নির্দেশ! সিবিআই চাইলেন নওশাদ

উত্তর ২৪ পরগনার বনগাঁ ও নদিয়ার রানাঘাট ছাড়াও উত্তরবঙ্গের কয়েকটি আসনেও মতুয়ারা ফয়সালা করে জয়-পরাজয়। পঞ্চায়েত নির্বাচনের ফলে দেখা গিয়েছে উত্তর ২৪ পরগনা, নদিয়ার মতো উত্তরবঙ্গের জেলাগুলিতে বিজেপি ভালো ফল করতে ব্যর্থ হয়েছে। তার প্রভাব যে ১০ মাস পরে লোকসভার ভোটেও পড়বে তা বলার অপেক্ষা রাখে না।

উত্তর ২৪ পরগনায় ৬৬ জেলা পরিষদ আসনেই তৃণমূল জয়ী হয়েছে, প্রতিটি পঞ্চায়েত সমিতিই দখল করেছে তৃণমূল। আর নদিয়ায় ৫২টির মধ্যে ৪৭টিতে জয়ী হয়েছে তৃণমূল আর বিজেপি মাত্র ৫টিতে। পঞ্চায়েত সমিতির ১৮টির মধ্যে ১৫টিই তৃণমূলের দখলে, বিজেপির একটি, কংগ্রেসের দুটি। এই অবস্থায় বিজেপির মতুয়া ভোট যে তৃণমূলের দিতে ঘুরে গিয়েছে, তা নিশ্চিত।

Panchayat Election Results 2023: তৃণমূলের জয়ীদের ঘুম ওড়াবেন শুভেন্দু! নন্দীগ্রাম নিয়ে মমতার দলকে চরম খোঁচাPanchayat Election Results 2023: তৃণমূলের জয়ীদের ঘুম ওড়াবেন শুভেন্দু! নন্দীগ্রাম নিয়ে মমতার দলকে চরম খোঁচা

তার পর আদিবাসী ভোটও রাজ্যে কম প্রভাব ফেলে না। ২০১১ সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় ৫৩ লক্ষ আদিবাসী রয়েছে। উত্তরের চার-পাঁচটি জেলা এবং জঙ্গলমহলের চার জেলায় বহু আদিবাসীর বাস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, আবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চি মেদিনীপুরে আদিবাসীরাই ভোটের ভাগ্য নিয়ন্ত্রণ করেন।

পঞ্চায়েতের ভোটের ফলে দেখা যাচ্ছে তাঁরা সরেও গিয়েছেন বিজেপির দিক থেকে। তাঁর প্রভাবেই উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং জঙ্গলমহলের জেলাগুলিতে বিজেপি হার মেনেছে। লোকসভায় যদি এই ধারা অব্যহত থাকে, তবে এই জেলাগুলির লোকসভা কেন্দ্র হাতছাড়া হতে পারে বিজেপির।

ওই জেলাগুলির ৯টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৮টি বিজেপির দখলে রয়েছে। কিন্তু মতুয়া ও আদিবাসীরা যদি সরে যায়, তবে ওই কেন্দ্রগুলি ধরে রাখা বিজেপির পক্ষে কঠিন হয়ে যাবে। ২০১৯-এর লোকসভা ভোটে বিজেপি এইসব জেলাগুলিতে একপেশে জয় পেয়েছিল। তারপর ২০২১-এর বিধানসভা ভোটে কড়া টক্কর হয়। ২০২৩-এ পঞ্চায়েতে আবার তৃণমূল এক পেশে জয় পেল। তাই ২০২৪-এ কী হবে, তা নিয়ে ধন্দ থেকেই যায়!

West Bengal Panchayat Election Results 2023: শুভেন্দু-দিলীপের গড়েও ক্ষয়িষ্ণু! অবিভক্ত মেদিনীপুরে চাপে বিজেপিWest Bengal Panchayat Election Results 2023: শুভেন্দু-দিলীপের গড়েও ক্ষয়িষ্ণু! অবিভক্ত মেদিনীপুরে চাপে বিজেপি

English summary

West Bengal Panchayat Election Results 2023: BJP lost matua and tribal vote can influenced in Lok Sabha Election

Story first published: Wednesday, July 12, 2023, 22:35 [IST]

বার্তা সূত্র