Skip to content

Weather News: চড়ছে পারদ, বৃহস্পতিবার একাধিক জেলায় হতে পারে বৃষ্টি! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

Weather News: চড়ছে পারদ, বৃহস্পতিবার একাধিক জেলায় হতে পারে বৃষ্টি! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৯ মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে, আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৯ মার্চ, বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আগামী দিন পাঁচেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে বৃহস্পতিবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি শুরু হতে পারে।
পশ্চিম দিক থেকে শুকনো ও গরম বাতাস বিহার ও ঝাড়খণ্ড হয়ে রাজ্যে ঢোকার কারণে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি। বুধবার থেকে ঝাড়খণ্ড ও ওড়িশায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। সেই কারণে ঝাড়খণ্ড ও ওড়িশা সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মেঘলা আবহাওয়া থাকবে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আগের দিন কয়েকের মতো, ৩৪ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবারও এই একই তাপমাত্রা ছিল কলকাতায়। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮১ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২০.৯
বহরমপুর ১৭
বাঁকুড়া ২০.১
বর্ধমান ২১.৬
কোচবিহার ১৮.৫
দার্জিলিং ১০
কালিম্পং ১২.৩
দিঘা ২০.৭
কলকাতা ২২.২
দমদম ২২
কৃষ্ণনগর ১৭
মালদহ ২২.১
মেদিনীপুর ২১.১
শিলিগুড়ি ১৯.২
শ্রীনিকেতন ১৭.৯
সুন্দরবন ২৩.৫

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৬.৩)
বহরমপুর (৩৩.৬)
বাঁকুড়া (৩৫.৯)
বর্ধমান (৩৫)
কোচবিহার (৩১.৬)
দার্জিলিং (১৭.৮)
কালিম্পং (২২.৫)
দিঘা (৩৪.৯)
কলকাতা (৩৩.৮)
দমদম (৩৩.৮)
কৃষ্ণনগর (৩৪.৪)
মালদহ (৩৩.৩)
মেদিনীপুর (৩৪.৫)
শিলিগুড়ি (৩২.৩)
শ্রীনিকেতন (৩৪.৮)
সুন্দরবন (৩৫)

সংবাদ সূত্র