India
oi-Dibyendu Saha
সংখ্যালঘু সম্প্রদায়ের দোকানদারদের এলাকা ছাড়তে হবে ( Uttarakhand Eviction Threat) কিংবা খারাপ পরিণতির জন্য তৈরি থাকতে হবে। কার্যত প্রথমে এইভাবে উচ্ছেদের চেষ্টা করা হয়। এর কয়েকদিন পরে ভয় দেখিয়ে ফোন করার অভিযোগ করেছেন উত্তরকাশীর পুরোলার বেশ কিছু সংখ্যালঘু দোকানদার (Minority Shopkeeper)।
সন্ত্রস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের সেইসব দোকানদার জানিয়েছেন অবিলম্বে তাঁদেরকে শহর ছেড়ে যেতে বলা হয়েছে ( Uttarakhand Eviction Threat)। হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ইতিমধ্যেই তাঁদেরকে শনাক্ত করা হয়েছে। এরপর তাঁদেরকে লক্ষ্যবস্তু করা হবে।

প্রসঙ্গত গত ২৬ মে এক হিন্দু নাবালিকাকে অপহরণের অভিযোগের পর সংখ্যালঘু সম্প্রদায়ের একজন-সহ দুজনকে গ্রেফতার করা হয়। এরপর জেলায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মূলত উত্তরকাশীতে বসবাসকারী সংখ্যালঘুদেরকে নিশানা করা হয়।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই উত্তরকাশীতে সংখ্যালঘু সম্প্রদায়ের ৩০টির বেশি দোকান বন্ধ ( Uttarakhand Eviction Threat)। এর মধ্যে রয়েছেন বিজেপির সংখ্যালঘু সেলের এক নেতাও, যিনি বহুবছর সেই এলাকার বাসিন্দা। বন্ধ দোকানগুলির অন্তত ১০ টি সংখ্যালঘু বিজেপি কর্মীদের মালিকানাধীন বলেও জানা গিয়েছে।
দোকানদাররা জানিয়েছেন, তাঁদের হুমকি দিয়েছে এলাকার ডানপন্থী বলে পরিচিত লোকজন। এছাড়াও তাঁদেরকে এবাকায় দীর্ঘদিন চেনেন এমন লোকেদের দিয়েও তাঁদেরকে সন্ত্রস্ত করা হয়েছে। কেউ কেউ জানিয়েছে গত কিছুদিন ধরেই তাঁদেরকে বলা হয়েছে দোকন খুলতে গেলে তা আগুন লাগানো হতে পারে কিংবা ভাঙচুর করা হতে পারে।

সেখানকার যেসব সংখ্যালঘু দোকানদাররা দোকান বন্ধ করতে বাধ্য হয়েছেন (Uttarakhand Eviction Threat), তাঁরা জানিয়েছেন, নিজেদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন। শহর ছাড়তে বাধ্য করা হতে তাঁরা কোথায় যাবেন জানেন না। কেননা গত কয়েক দশক ধরে পরিবার নিয়ে তাঁরা সেখানেই রয়েছেন। লাভ জিহাদ ইস্যুতে ১৫ জুন সেখানে বিভিন্ন সংগঠন একটি মহা পঞ্চায়েতের ডাক দিয়েছে।
পাশের এলাকা বারকোটে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্তদের দোকানগুলি কালো ক্রস দিয়ে চিহ্নিত করা হয়েছিল। এর মধ্যে থেকে বেশ কয়েকটি দোকানের মালিক তাঁদের ভাড়াটিয়াদের ঘর খালি করতে বলেছেন ( Uttarakhand Eviction Threat)। বেশ কয়েকজন ইতিমধ্যে শহর ছেড়েছেন, আর কয়েকজন চলে যাওয়ার কথাও ভাবছেন বলে সূত্রের খবর।
এদিকে উত্তরকাশীর পুলিশ সুপার জানিয়েছেন, শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে এক কোম্পানি উত্তরপ্রদেশ পুলিশ মোতায়েন করা হয়েছে।
Oneindia এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদপান.
Allow Notifications
You have already subscribed
English summary
Uttarakhand Eviction Threat: After eviction threat, now threat-phone makes minority shopkeepers of UttarKashi scared