Skip to content

Uniform Civil Code Bill: বাদল অধিবেশনেই আনা হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল

আজকাল

বীরেন ভট্টাচার্য: চলতি সপ্তাহেই অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তারপর থেকেই বিষয়টি নিয়ে চলছে জোর চর্চা। বিরোধীদের অভিযোগ, ২০২৪ লোকসভা ভোটের আগে দেশে সাম্প্রদায়িক ও বিভাজনের রাজনীতি উস্কে দিতেই অভিন্ন দেওয়ানি বিধিকে হাতিয়ার করা হচ্ছে। এরমধ্যে বিলটি নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী সোমবার ৩ জুলাই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আলোচনার জন্য সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। কর্মিবর্গ, আইন ও বিচার সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠক হবে সোমবার। এই কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ সুশীল মোদি। আইন বিভাগের পাশাপাশি আইন কমিশনের আধিকারিকদের দেওয়ানি বিধি নিয়ে মতামত ও বক্তব্য শুনবেন তিনি। তারপরেই বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে।

চলতি মাসের প্রথমদিকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিভিন্ন পক্ষের মতামত চেয়েছে আইন কমিশন। ২০১৮ সালে পরামর্শ নথি দেওয়া হয়েছে সংসদীয় কমিটির ৩০ জন সদস্যকেই। বৈঠকে নিজেদের মতামত জানাবেন সাংসদরাও। সেই কারণেই তাঁদের সেই নথি ইতিমধ্যেই দেওয়া হয়েছে। সূত্রের খবর, আগামী বাদল অধিবেশনেই সংসদে আনা হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল। সংসদে আলোচনার পর বিলটি স্থায়ী কমিটিতে পাঠানো হতে পারে বলেও সূত্র মারফৎ জানা গিয়েছে। এদিকে, উত্তরাখণ্ডের বিজেপি সরকার ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরি করে ফেলেছে। খসড়া কমিটির সদস্য প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই বলেছেন, ” উত্তরাখণ্ডের অভিন্ন দেওয়ানি বিধির খসড়া প্রস্তুত হয়ে গিয়েছে। বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট এবং তারসঙ্গে খসড়া খুব শীঘ্রই ছাপা হবে এবং তা সরকারের কাছে জমা দেওয়া হবে।”

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আলোচনার জন্য বৈঠক প্রসঙ্গে সংসদীয় কমিটির চেয়ারম্যান সুশীল মোদি বলেন, “এই কমিটিতে সব দলের প্রতিনিধি রয়েছেন। ৩ জুলাই বিষয়টি নিয়ে আলোচনা হবে। যদি প্রয়োজন হয়, তারপর আবার একটি বৈঠক হবে। কমিটির বৈঠক অরাজনৈতিক। গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় কমিটিতে আলোচনা হয়। তাঁর প্রশ্ন, যদি দেশে ফৌজদারী আইন এক হতে পারে, তাহলে দেওয়ানি বিধি এক হবে না কেন? এবারের বৈঠকে আইন কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা হবে বৈঠকে। সংসদীয় কমিটি পুরোপুরি নিরপেক্ষ।” যদিও সুশীল মোদির বক্তব্যের বিরোধিতা করে কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি বলেন,  “যখন সংসদীয় স্থায়ী কমিটি তৈরি হয়, সারা বছর বৈঠকে আলোচনার সূচী তৈরি হয়। গত সেপ্টেম্বর-অক্টোবরে যখন কমিটি গঠন করা হয়েছিল, তখন সর্বসম্মতভাবে যে বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল আলোচনার জন্য, সেখানে কি অভিন্ন দেওয়ানি বিধি ছিল? সুশীল মোদিকে এর জবাব দিতে হবে। কারণ, সংসদীয় কমিটিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে।”  এনসিপি প্রধান শারদ পাওয়ার বলেছেন, আগে কেন্দ্রীয় সরকার মহিলা সংরক্ষণ বিল আনুক। তাঁর কথায়, “অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কথা বলার আগে লোকসভা এবং রাজ্যসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ আনুক কেন্দ্রীয় সরকার।”



বার্তা সূত্র