Skip to content

Suvendu Adhikari-কে হত্যার আশঙ্কা, এফআইআর দায়ের বিরোধী দলনেতার

Suvendu Adhikari-কে হত্যার আশঙ্কা, এফআইআর দায়ের বিরোধী দলনেতার

নজরবন্দি ব্যুরো: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার চেষ্টা, এই অভিযোগে যাদবপুর থানায় এফআইআর দায়ের করলেন তিনি। গতকাল ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার ধরনা অবস্থান মঞ্চ থেকে বেরোনোর সময় তাঁর ওপর হামলা হয় এবং নিষিদ্ধ মাওবাদী সংগঠন ‘রেভলিউশনারি স্টুডেন্ট ফেডারেশন’-এর (আরএসএফ) বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ এনেছেন শুভেন্দু।

আরও পড়ুন: যাদবপুরের ঘটনা থেকে শিক্ষা! এবার হস্টেল নিয়ে নতুন সিদ্ধান্ত বর্ধমান বিশ্ববিদ্যালয়েও

যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় সরব বাংলা। রাজনৈতিক দলগুলি একে অপরের উপর দায় চাপাতে ব্যস্ত। এই পরিস্থিতিতেই গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান শুভেন্দু অধিকারী। ছাত্রমৃত্যুর প্রতিবাদে ৮বি বাসস্ট্যান্ডে যুব মোর্চার অবস্থানে অংশ নেন। সেখানেই আরএসএফের বিরুদ্ধে তাঁকে কালো পতাকা দেখানোর অভিযোগ ওঠে। কালো পতাকা দেখানো নিয়ে যুব মোর্চা এবং এবিভিপি কর্মী-সমর্থকদের হাতাহাতি হয়। অল্প সময়ের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। শুভেন্দুকে কালো বিরোধী দলেনেতার অভিযোগ, সভামঞ্চ ছাড়ার সময় কয়েকজন তাঁর উপর হামলা চালায়। তাঁকে শারীরিক হেনস্থা করা হয়েছে।

Suvendu Adhikari-কে হত্যার আশঙ্কা, এফআইআর দায়ের বিরোধী দলনেতার

যাদবপুর থানায় লিখিত অভিযোগে বিরোধী দলনেতা দাবি করেছেন, দুষ্কৃতীদের কাছে আগ্নেয়াস্ত্রও থাকতে পারত। তাই বাধ্য হয়েই নিরাপত্তায় থাকা জওয়ানেরা হস্তক্ষেপ করেছেন। এরপর তাঁকে নিরাপদে সেখান থেকে বের করে নিয়ে আসা হয়। অন্যদিকে আরএসএফের পাল্টা দাবি, বিজেপি হামলা চালিয়েছে। শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা আরএসএফ কর্মীদের মারধর করে। বলেও অভিযোগ।

Suvendu Adhikari-কে হত্যার আশঙ্কা, এফআইআর দায়ের বিরোধী দলনেতার

উল্লেখ্য, বৃহস্পতিবার সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, “সৌরভ চৌধুরীরা বাংলা পক্ষের লোক। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পে রোলে আছেন। যে পার্টি কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে ফেলে দিয়েছে, উপড়ে ফেলে দিয়েছে..আমরাও এখান থেকে এই তথাকথিত টুকরে টকরে গ্যাং, দেশবিরোধী শক্তি, ইনকিলাবি নাড়া, চিন যাদের বাপ আর মা, মমতা বন্দ্যোপাধ্যায় যার গার্ডিয়ান, তাঁদেরকে তুলে ফেলব।”

Suvendu Adhikari-কে হত্যার আশঙ্কা, এফআইআর দায়ের বিরোধী দলনেতার

Suvendu Adhikari-কে হত্যার আশঙ্কা, এফআইআর দায়ের বিরোধী দলনেতার
Suvendu Adhikari-কে হত্যার আশঙ্কা, এফআইআর দায়ের বিরোধী দলনেতার

বার্তা সূত্র