Skip to content

Rahul Gandhi visits the furniture market in Delhi

Rahul Gandhi visits the furniture market in Delhi | Sangbad Pratidin

Published by: Sulaya Singha |    Posted: September 28, 2023 5:58 pm|    Updated: September 28, 2023 5:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও জনসংযোগে নেমে নজর কাড়লেন রাহুল গান্ধী। এবার আসবাবপত্রের দোকানে ঢুকে পড়ে একেবারে ছুতোরের ভূমিকায় ধরা দিলেন কংগ্রেস সাংসদ।

তিনি আমজনতার নেতা। মানুষের ভিড়ে মিশে গিয়েই জনসংযোগে বিশ্বাসী। এভাবেই নিজেকে বারবার তুলে ধরতে চেয়েছেন রাহুল (Rahul Gandhi)। এবারও তার ব্যতিক্রম হল না। বৃহস্পতিবার দিল্লির কীর্তিনগরের এক আসবাবের দোকানে পৌঁছে গিয়েছিলেন সোনিয়াপুত্র। সেখানেই কর্মীদের সঙ্গে কথা বলেন। শুধু তাই নয়, নিজের হাতে করাতও তুলে নেন। কাঠ কাটেন। এককথায় কর্মীদেরই অন্যতম হয়ে ওঠার চেষ্টা করেন রাহুল।

[আরও পড়ুন: ‘নেহরু নন, দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি’, জনসভায় কংগ্রেসকে খোঁচা বিজেপি বিধায়কের]

সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে রাহুলের সেই সব ছবি। তিনি নিজে আবার X হ্যান্ডেলে লিখেছেন, “আজ আমি কীর্তিনগরে এশিয়ার বৃহত্তম আসবাবের বাজারে গিয়েছিলাম। সেখানে ছুতোর ভাইদের সঙ্গে দেখা করি। শুধু পরিশ্রমীই নন, এই কর্মীরা ভালো শিল্পীও বটে। নিজেদের হাতের জাদুতে সৌন্দর্যের জন্ম দেয়। অনেকক্ষণ কথা বললাম। তাঁদের কাজ শেখা এবং করার চেষ্টাও করলাম।”

এর আগেও একাধিকবার জনসংযোগে নজর কেড়েছেন রাহুল। কর্নাটক নির্বাচনী প্রচারে ডেলিভারি বয়ের বাইকে ঘুরে চমক দিয়েছিলেন তিনি। আবার সাংসদ পদ খুইয়েও ট্রাকচালকদের অভাব অভিযোগ বুঝতে তিনি আম্বালায় রাতভর ট্রাকে চেপেই ঘুরেছিলেন। আবার কখনও গ্যারেজে ঢুকে মেকানিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ওয়ানড়ের সাংসদ। সবজি বিক্রেতার সঙ্গে সেরেছেন মধ্যাহ্নভোজ। এবার আসবাবের বাজারে তিনি। লোকসভা নির্বাচনের আগে এভাবেই সাধারণের ভিড়ে মিশে থেকে মন জিততে চান রাহুল। এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের।

[আরও পড়ুন: Dengue in Kolkata: বিধাননগরে ডেঙ্গুর বলি আরও ১, হাসপাতালে ভরতির পরের দিনই মৃত্যু প্রৌঢ়ার]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



বার্তা সূত্র