শেষ হয়েছে পঞ্চায়েত ভোট। আজ অর্থাৎ মঙ্গলবার ভোটের ফলপ্রকাশ। পঞ্চায়েতের দখল কি এবারও থাকবে ঘাসফুল শিবিরের হাতে? কেমন ফল করবে বিরোধীরা? উত্তর রয়েছে ব্যালট বক্সে। কে এগিয়ে যাচ্ছে? পিছিয়ে পড়ছে কোন দল? জানতে নজর রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালের লাইভে।
সকাল ১০. ১০: গণনার দিন সকালে ফের দলের অস্বস্তি বাড়ালেন হুমায়ুন কবির। প্রশ্ন তুললেন, “দিদি মুখ্যমন্ত্রী-পুলিশমন্ত্রী, তাহলে মুর্শিদাবাদে এত মৃত্যু কেন?”
সকাল ১০.০১: হুগলির জাঙ্গিপাড়ায় গণনাকেন্দ্রের সামনে তৃণমূল ও সিপিএমের মধ্যে বাদানুবাদ। সিপিএম পার্টির কার্যালয়ের সামনে সিপিএম কর্মী ও কাউন্টিং এজেন্টদের উপর লাঠিচার্জ পুলিশের।
সকাল ৯.৫৬: বালির দুর্গাপুরে গণনাকেন্দ্রের বাইরে বিজেপি প্রার্থী ও কর্মীদের উপর হামলার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। মেরে মাথা ফাটানোর অভিযোগ। মহিলা কর্মীদের জামা কাপড় ছিড়ে দেওয়ার অভিযোগ।
সকাল ৯.৫৩: অন্ডালের গণনাকেন্দ্রে যাওয়ার সময় সিপিএমের কাউন্টিং এজেন্টকে অপহরণের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।
সকাল ৯. ৪২: ভোট গণনার সকালে দিল্লি থেকে ফিরেই ভাঙড়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস। কথা বললেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।
সকাল ৯.৩৫: খণ্ডঘোষ ব্লকের গণনাকেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির কাউন্টিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্রের।
সকাল ৯.২৬: গলসির মানকরের বুদবুদ মহাকালী বিদ্যালয়ে ঢোকার সময় তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বুদবুদ ব্লক কংগ্রেস সভাপতি জয়গোপাল দে ও গ্রাম সংসদের কংগ্রেস প্রার্থী অসিতকুমার মুখোপাধ্যায়-সহ কংগ্রেস কর্মীরা। তাঁরা মানকর গ্রামীণ হাসপাতালে ভরতি। অসিতবাবুর মেরে মাথা ফাটিয়ে দিয়েছে ও ডান পা ভেঙ্গে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

সকাল ৯. ২৫: দেগঙ্গায় জগদীশচন্দ্র পলিটেকনিক কলেজের কেন্দ্রে বহিরাগতদের দাপাদাপি। জমায়েত হঠাতে লাঠিচার্জ পুলিশের।
সকাল ৯.২০: অবৈধ জমায়েত হঠাতে সামশেরগঞ্জে লাঠিচার্জ পুলিশ ও বাহিনীর। তুমুল উত্তেজনা এলাকায়।
সকাল ৯.১২: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে একসঙ্গে রাস্তা অবরোধে অবরোধ বাম-বিজেপি-কংগ্রেস।
সকাল ৯.১০: গলসিতে বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। হাওড়ার সাঁকরাইলে গণনাকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গেট ভেঙে ঢোকার চেষ্টা।
সকাল ৯.০৫: রানীগঞ্জে ভোট গণনাকেন্দ্রের বাইরে সমর্থকদের নিয়ে বসে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।

সকাল ৮.৫৫: “ছাপ্পা দিয়েও ভয় পাচ্ছে তৃণমূল। বোমাবাজি করছে”, অভিযোগ এসএফআই নেতা প্রতীকুর রহমান।
সকাল ৮.৫২: গাইঘাটায় গণনাকেন্দ্রের বাইরে হাজার মানুষের জমায়েত। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ পুলিশের।
সকাল ৮.৫০: মালদহে গণনাকেন্দ্রের সামনের জমায়েত হঠাতে লাঠিচার্জ পুলিশ ও বাহিনীর।
সকাল ৮.৪০: ঘড়ির কাঁটা আটটা পেরিয়ে গেলেও এখনও গণনা শুরু হল না কান্দির বড়ঞা ভরতপুর-সহ বিভিন্ন গণনাকেন্দ্রে। চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ।
সকাল ৮.৩৫: সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠের গণনাকেন্দ্রে সংবাদ মাধ্যমকে ঢুকতে বাধা।
সকাল ৮. ২৫: রাজারহাট শিক্ষা নিকেতন হাই স্কুলের কেন্দ্রে শুরু হয়েছে গণনা। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

সকাল ৮.২০: হুগলির মোট ২০৭ টি গ্রামসভা, ১৮ টি সমিতি, ৫৩ জেলা পরিষদের আসনের গণনার দায়িত্বে মোট ৬৫০০ কর্মী। ২০০০ টেবিলে চলছে গণনা।
সকাল ৮.১৫: কাটোয়া বিআইটি কলেজের গণনাকেন্দ্রে বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের দ্বারস্থ বিজেপি।

সকাল ৮.১২: বীরভূমের নানুরে সিপিএমের কর্মী-সমর্থকরা গণনা কেন্দ্রে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা রাস্তা আটকে দেয় ও যেতে বাধা দেয়। তারপর সিপিআইএমের কর্মীরা কীর্ণাহার বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে ও বিক্ষোভ দেখায়।
সকাল ৮.১০: ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজের সামনে মুড়িমুড়কির মতো পড়ল বোমা। অভিযোগ, বিরোধীদের লক্ষ্য করে বোমাবাজি করছে শাসকদল।
সকাল ৮.০৫: দিল্লি থেকে কলকাতা বিমান বন্দরে পৌঁছেই গ্রাউন্ড জিরোয় রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিনও জেলায় জেলায় ঘুরবেন তিনি। খতিয়ে দেখবেন পরিস্থিতি।
সকাল ৮.০১: শুরু হল ভোট গণনা। বারাবনিতে গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল বিজেপি বচসা।

সকাল ৭.৫৩: আমডাঙার চণ্ডীগড় পঞ্চায়েতের ৫৭ নম্বর বুথের সিপিএম প্রার্থী কুতুবুদ্দিন ও ১৩৯ নম্বর বুথের সিপিএম প্রার্থী বিশ্বজিৎ সামন্তকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গণনাকেন্দ্রে যাওয়ার সময়ই তাঁকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ।
সকাল ৭.৫০: গণনা শুরুর ১০ মিনিট আগে মালদহে গণনা কেন্দ্রের সামনে চূড়ান্ত বিশৃঙ্খলা। প্রচুর মানুষের জমায়েত।
সকাল ৭.৪০: সাতসকালে রাস্তায় তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম ও তাঁর পুত্র হাকিমুল। জানালেন, জয়ের বিষয়ে নিশ্চিত তাঁরা।
সকাল ৭.৩০: হাতে মাত্র আর কিছুক্ষণ। সকাল ৮ টায় শুরু হবে গণনা। জেলায় জেলায় কড়া নিরাপত্তাবেষ্ঠনীতে মোড়া স্ট্রং রুম। জয় নিয়ে আশাবাদী শাসক বিরোধী উভয় দলই।
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ