Skip to content

Panchayat Election 2023: নন্দীগ্রামে প্রার্থী না দিয়ে ‘দিদিকে ম্যানেজ’ করছে বিজেপি! প্রশ্ন তুললেন অধীর | অধীর চৌধুরীর প্রশ্ন শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে প্রার্থী না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ম্যানেজ করতে চাইছে বিজেপি

Panchayat Election 2023: নন্দীগ্রামে প্রার্থী না দিয়ে ‘দিদিকে ম্যানেজ’ করছে বিজেপি! প্রশ্ন তুললেন অধীর | অধীর চৌধুরীর প্রশ্ন শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে প্রার্থী না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ম্যানেজ করতে চাইছে বিজেপি

West Bengal

oi-Sanjay Ghoshal

Google Oneindia Bengali News

নন্দীগ্রামে এবার এক তৃতীয়াংশ আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। এর নেপথ্যে বিজেপির অন্য খেলা রয়েছে বলে মনে করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শুভেন্দু নির্দলকে সমর্থন করে তৃণমূল-মুক্ত নন্দীগ্রাম গড়ার কথা বললেন, অধীর মনে করছেন, এটা আসলে বিজেপির দিদিকে ম্যানেজের চেষ্টা!

অধীর চৌধুরী বলেন, নন্দীগ্রামে বিজেপির এই প্রার্থী না দেওয়া তাৎপর্যপূর্ণ। এর পিছনে গূঢ় রহস্য রয়েছে। প্রার্থী না দিয়ে আসলে ‘দিদিকে ম্যানেজ’ করার চেষ্টা করছে বিজেপি! তা না হলে যে নন্দীগ্রামে দিদিকে হারালেন শুভেন্দু অধিকারী, সেখানে প্রার্থী দেবেন না কেন তিনি?

নন্দীগ্রামে প্রার্থী না দিয়ে ‘দিদিকে ম্যানেজ’ করছে বিজেপি

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, বিজেপি বাংলার পঞ্চায়েত নির্বাচনের অনেক জায়গায় প্রার্থী দিতে পারেনি, সেটা বিজেপির ব্যর্থতা। বিজেপি অনেক জায়গায় প্রার্থী দেয়নি, কারণ তারা চেয়েছে আন্ডারস্ট্যান্ডিং করে প্রার্থী দিতে। কিন্তু দিদিকে হারানো নন্দীগ্রামে বিজেপির কেন প্রার্থী নেই, সেটা অন্য প্রশ্ন।

অধীরের কথায়, এর জবাব দিতে হবে বিজেপিকেই। বিজেপি দলে যারা যারা বড়ো পালোয়ান রয়েছেন, তাঁরাই এখন জবাব দেবেন। তাঁরা কি দিদিকে ম্যানেজ করার চেষ্টা করছেন নন্দীগ্রামে। তিনি মনে করেন এটা বিরাট ধন্দ যে এটা দিদির সঙ্গে লড়াই হচ্ছে, নাকি দিদিকে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে!

নন্দীগ্রামে প্রার্থী না দিয়ে ‘দিদিকে ম্যানেজ’ করছে বিজেপি

অধীর বলেন, দিদির বিরুদ্ধে প্রকৃত লড়াই করছি আমরা। মুর্শিদাবাদের মাটিতে আমরা দিদিকে প্রকৃত লড়াই দেব। নবগ্রামে প্রতিবাদ মিছিল থেকে অধীর চৌধুরী তৃণমূলকে গণতান্ত্রিকভাবে সমস্ত কুৎসা ও অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন মুর্শিদাবাদের মানুষ তৈরি তৃণমূলকে প্রকৃত জবাব দিতে।

রবিবার বিকেলে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কংগ্রেসের ডাকে মিছিল করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কংগ্রেসের দাবি, সম্প্রতি নবগ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতিকে খুন করা হয়। অভিযোগ ওঠে কংগ্রেসের দিকেই। আসলে তৃণমূলের অন্তর্ব্কন্দ্বের জেরেই এই খুন হয়েছে।

নন্দীগ্রামে প্রার্থী না দিয়ে ‘দিদিকে ম্যানেজ’ করছে বিজেপি

অধীর চৌধুরী বলেন, তৃণমূলের অন্তর্ব্ ন্দ্বে নবগ্রামে ঘটে যাওয়া হত্যার জন্য মিথ্যা অভিযোগে অভিযুক্ত কংগ্রেসের সভাপতি ও কর্মীরা। তার প্রতিবাদেই এদিন পথে নামেন সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। তাঁর উপস্থিতিতে প্রতিবাদ মিছিল হয়।

এদিনের মিছিল থেকেই তিনি নন্দীগ্রামে বিজেপির প্রার্থী না দেওয়া নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। আর বিজেপি ৬৬টি গ্রাম পঞ্চায়েত আসন এবং ৭টি পঞ্চায়েত সমিতি আসনে প্রার্থী না দেওয়ার ভিন্ন ব্যাখ্যা দেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, আমরা ১৭টির মধ্যে ১১টিতে জিতব। বাকি ৬টিতে তৃণমূল মুক্ত করব।

English summary

Panchayat Election 2023: Adhir Chowdhuri questioned about no BJP’s candidate in Nandigram.

Story first published: Sunday, June 18, 2023, 23:28 [IST]

বার্তা সূত্র