২০১৩ সালের পর আজ আবার, কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন সিদ্দারামাইয়া। আর উপমুখ্যমন্ত্রী শপথ নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। শ্রী কান্তিরভা স্টেডিয়ামে, তাঁদের শপথ পাঠ করান রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট।
গতকাল (শুক্রবার) গভীর রাতেই, দীর্ঘ আলোচনার পর ঠিক হয় কর্ণাটকের নতুন মন্ত্রিসভার প্রথম তালিকা। তা অনুমোদন করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমারের সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্য হিসাবে এই ব্যক্তিরাও শপথ নেবেন আজ।
সূত্রের খবর, আজকের শপথ নেওয়া নতুন মন্ত্রিসভায় বিভিন্ন সম্প্রদায়, অঞ্চল, উপদল, পুরানো এবং নতুন প্রজন্মের বিধায়করা রয়েছেন।
মন্ত্রীরা হলেন – জি পরমেশ্বরা (এসসি), কে এইচ মুনিয়াপ্পা (এসসি), কেজে জর্জ (সংখ্যালঘু-খ্রিস্টান), এমবি পাটিল (লিঙ্গায়ত), সতীশ জারকিহোলি (এসটি-বাল্মিকি), প্রিয়াঙ্ক খাড়গে (মল্লিকার্জুন খার্গের ছেলে), রামালিঙ্গা রেড্ডি (রেড্ডি), এবং বিজেড জমির আহমেদ খান (সংখ্যালঘু-মুসলিম)।
এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দিল্লি থেকে বেঙ্গালুরু আসছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। বেঙ্গালুরু আদর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাড়গে বলেন, ‘আজ মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী এবং আটজন বিধায়ক রাজ্যের মন্ত্রী হিসাবে শপথ নেবেন। আমিও সেই জন্য যাচ্ছি। এটা একটা আন্দন্দের ব্যাপার। তবে, আমি সবথেকে আনন্দিত যে কর্ণাটকে একটি নতুন এবং শক্তিশালী কংগ্রেস সরকার ক্ষমতায় এসেছে। এতে কর্ণাটক উপকৃত হবে এবং এটি দেশে একটি ভাল পরিবেশ তৈরি করবে।’
এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সমমনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলির নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
সেই ডাকে সাড়া দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আব্দুল্লাহ, এনসিপি সভাপতি শরদ পওয়ার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, পিডিপি নেতা মেহবুবা মুফতি।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।