Skip to content

Israel: মৃত ১০০০, ইজরায়েলে আটকে ১৮ হাজার ভারতীয়

আজকাল

আজকাল ওয়েবডেস্ক: শনিবারই দেশে যুদ্ধ পরিস্থিতির ঘোষণা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

তারপরেই হামলা চালায় গাজায়। শনিবার রাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়, হামলা চালায় হামাস। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ১০০০ মানুষের। রবিবার সকাল থেকেই ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। জানা গিয়েছে, এই যুদ্ধ পরিস্থিতিতে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ৬০০’ র বেশি ইজরায়েলির, অন্যদিকে গাজায় নিহত হয়েছেন অন্তত ৩৭০ জন। ইজরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামাস সামরিক বাহিনীর ওপর আক্রমণ চালায়নি, আক্রমণ চালিয়েছে মূলত সাধারণ মানুষের ওপর। তাদের মধ্যে শিশু এবং বয়স্কদের পরিমাণ বেশি। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিচার্ড হেক্ট বলেছেন, এই যুদ্ধ ইজরায়েলের ৯/১১ কিংবা তারথেকেও বেশি কিছু। সেখানকার আহতের সংখ্যা হাজার ছড়িয়েছে আগেই, প্যালেস্তাইনের দাবি, এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে তাদের ৪০০ জনের, আহত হয়েছেন অন্তত ১৭০০ জন। জানা গিয়েছে, আচমকা এই যুদ্ধ পরিস্থিতিতে ইজরায়েলে আটকে পড়েছেন অন্তত ১৮ হাজার ভারতীয়, তাঁদের মধ্যে বেশিরভাগ সেখানকার আইটিতে কর্মরত, অনেকেই সেখানে পাড়ি দিয়েছিলেন পড়াশোনার জন্য। ইজরায়েলে ভারতীয় বংশোদ্ভূত ইহুদি রয়েছেন প্রায় ৮৫ হাজার। যুদ্ধ পরিস্থিতির পর থেকে এখনও পর্যন্ত নিখোঁজ বহু মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে আহতের সংখ্যা। উৎসবের দিনেই সূচনা যুদ্ধের,  ভোরবেলায় হামাস জঙ্গি বাহিনীর রকেট হামলার পাল্টা ইজরায়েলের ‘অপারেশন আয়রন সোর্ড’। শনিবার দুপুরেই দেশজুড়ে যুদ্ধ পরিস্থিতির ঘোষণা করেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপরই হামলা চালায় গাজায়। রাতে আবারও ইজরায়েলে রকেট হামলা করে হামাস।  ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা ঘিরে কৃতজ্ঞতা জানিয়েছে ইজরায়েল। বিশ্বের অন্যান্য রাষ্ট্র নেতারাও ইজরায়েলে জঙ্গি হামলায় নিন্দায় মুখর হয়েছেন।



বার্তা সূত্র