ইমন চক্রবর্তী শেষ দুদিন ধরে আলোচনায় আছেন। তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। কারণ, তিনি আপামর বাঙালির মাথা উঁচু করেছেন। অনুষ্ঠান করতে গিয়েছিলেন ইমন। কলকাতার বুকে দাঁড়িয়ে যখন তিনি, বাংলা গান গাইছেন, হঠাৎ করেই দর্শক মহল থেকে উড়ে এল একটা আওয়াজ, বাংলা গান শুনব না, হিন্দি গান গাও আর তারপরই ইমন জোরালো কন্ঠে প্রতিবাদ করেন।
তাঁকে বলতে শোনা যায়, এসব ভন্ডামি এখানে করো না। বাংলায় থাকবে, পয়সা রোজগার করবে, বাংলায় খাবে, কিন্তু বাংলা গান শুনবেন না? ইমনের বাংলা ভাষা নিয়ে প্রতিবাদের ঝড় দেখে তাঁকে সাধুবাদ জানিয়েছেন বেশিরভাগ। আর আজ ইমন নিজের সমাজ মাধ্যমে সেই প্রসঙ্গেই পোস্ট করেছেন। হঠাৎ কেন তিনি প্রতিবাদ করতে গেলেন, হঠাৎ কেনই বা তিনি এমন বললেন যে বাংলা ছাড়া অন্যত্র এই কথা বললে, চুলের মুঠি ধরে বের করে দিত। তিনি সমাজ মাধ্যমে লিখছেন…
“গত দু’দিন ধরে TCS-এ শোয়ের ঘটনাতে আমার বলা একটি ঘটনা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বহু মানুষ শেয়ার করেছেন দেখছি। আমি ফেসবুকে ছিলাম না বহুদিন, আমার টিম ম্যানেজ করতেন। কিন্তু আমি কাল ডাউনলোড করে দেখে অভিভূত যে আমি হয়তো বহু মানুষেরই মনের কথা বলতে পেরেছি জোর গলায়। আমাদের ইন্ডাস্ট্রির বহু সিনিয়রস্ ও জুনিয়রস্-রা শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাদের। অনেকে বলছেন আমি নাকি ভোটে দাঁড়ানোর জন্য বলেছি। আবার অনেকে বলছেন “আপনি যখন হিন্দি গান করেন, তার বেলায়?” অনেকে বলছেন “হিন্দি গান করতে বলাটা দোষের কিছু নয়।”
আরও পড়ুন – Iman Chakraborty: বাংলা গান শুনব না বলে জুলুমবাজি, ‘চুলের মুঠি ধরে বের করে…’, উচিত পাঠ পড়ালেন ইমন
সত্যিই কি তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন? সবটাই কি তবে, ক্ষমতার জন্য? ইমন আরও লিখছেন…
“আমি শুধু দু’দিন ধরে সব দেখেই গেছি, এবার কিছু কথা একটু বলি…আমি মহান হওয়ার জন্য এই কথাটা বলিনি। আমি অতি সাধারণ একজন মানুষ, খেটে খাই। স্টেজে উঠে পারফর্ম করি, বা রেকর্ডিং স্টুডিও-তে গিয়ে গান গাই বা স্টুডিওতে শ্যুট করি। সবটা ঘিরেই গান, ওটাই পারি আমি। তাই ওটাই করি… সঙ্গীত আমার কাছে সব, মানে সব। সব ধরণের গান গাইবার ইচ্ছে আমার বহুদিনের। আমি কোথাও কখনও কাউকে বলিনি যে আমি শুধু বাংলা ভাষায় গান গাইবো। কিন্তু আমাকে আমার এই জায়গা দিয়েছেন আপামর বাংলা ভাষায় কথা বলা মানুষরা। আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করা একটা মেয়ে, বাংলা ভাষায় কথা বলতে পারা একটা মেয়ে। এখানে আমার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন থাকেন। আমার গোটা পৃথিবী এখানে থাকেন। কোথাও কেউ কোনোভাবে আমার ভাষাকে ছোট করে কথা বললে আমি আবার ওই একই কথা বলব, একইভাবে প্রতিবাদ করব। তাতে কেউ যদি ভাবেন যে আমার স্বার্থ এতে চরিতার্থ হচ্ছে তাহলে সেটা তাদের ভাবনা, আমার না। সব ভাষার সমান গুরুত্ব আছে অবশ্যই। আমার মাকে যেমন খারাপ বলার অধিকার কেউ দেয়নি। ঠিক সেইভাবে আমার ভাষাকে ছোট করার অধিকারও কেউ কাউকে দেয়নি।”
উল্লেখ্য, গতকাল যখন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে ইমন কথা বলেছিলেন, তখন তিনি জানিয়েছিলেন গায়ে জ্বর নিয়ে গিয়েছিলেন শো করতে, সেখানে গিয়ে যে এমন কিছু শুনবেন সেটি আশাও করতে পারেন না।