Skip to content

Gossip: ‘তুমি জানতেই পার না তোমায় কত ভালবেসেছি’! একই গান শুনছেন শুভ্রজিৎ-শ্রাবন্তী

আজকাল

নিজস্ব সংবাদদাতা: কী বলবেন একে? পুরোটাই কাকতালীয়?

গত দু’দিন ধরে একটাই গান বাজছে শুভ্রজিৎ মিত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সামাজিক পাতায়।

‘তুমি জানতেই পার না তোমায় কত ভালবেসেছি’…! মৈনাক ভৌমিকের ‘চিনি ২’ ছবির এই গান গত এক সপ্তাহ ধরে ভাইরাল। গানের সুর, প্রতিটা পংক্তি ভালবাসায় মাখামাখি। পর্দায় এই গানে ঠোঁট মিলিয়েছেন মধুমিতা সরকার-সৌম্য মুখোপাধ্যায়। বাস্তবে সেই সুর গুনগুন করছে পরিচালক আর তাঁর আগামী ছবির নায়িকার মনে?

আরও পড়ুন: Tollywood: লন্ডনে ‘হাওয়াবদল’! কবে উড়ে যাচ্ছেন পরমব্রত-রাইমা-রুদ্রনীল?

ধরে নেওয়া যেতেই পারে। ইদানিং, পরিচালকের সামাজিক পাতা নানা অনুভূতিতে রঙিন। কখনও তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে ধার করে জানিয়েছেন, ‘ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন’… কিংবা ‘আমরা সবাই রাজা!’ কখনও তাঁর ইচ্ছে মেলে ধরতে কবি জয়দেবের শরণ নিয়েছেন। ‘গীত গোবিন্দ’র দশম সর্গে শ্রীরাধার কাছে শ্রীকৃষ্ণের আবদার, ‘দেহি পদপল্লব’। সেই মিনতি পরিচালকের সামাজিক পাতায় জ্বলজ্বল করছে! টলিউড বলছে, এ সবই নাকি পূর্বরাগ। সেই রং গাঢ় হতেই গানে গানে নিজেদের মনের কথা পরস্পররের প্রতি ছড়িয়ে দিচ্ছেন তাঁরা। যেখানে প্রিয়র আবদারে মেঘের বুক ভেঙে বৃষ্টি আনতেও দ্বিধা করেননি তাঁরা।

রটনা সত্যি? জানতে আজকাল ডট ইন যোগাযোগ করার চেষ্টা করেছিল পরিচালকের সঙ্গে। তাঁর ফোন নীরব। খবর, শুভ্রজিৎ দেবী চৌধুরাণীর শুটিংয়ের জায়গা খুঁজতে মাসাঞ্জোরে রয়েছেন। শ্রাবন্তী? তিনি ব্যস্ত ‘ডান্স বাংলা ডান্স’-এর শুটিং ফ্লোরে। যদিও একুশ শতকে মনের কথা জানাতে উপকরণের অভাব নেই। উত্তমকুমারের প্রয়াণ দিবসে প্রতি বছরের মতো এ বছরেও মহানায়ক সম্মান-এর আয়োজন করেছিল রাজ্য সরকার। শ্রাবন্তী সেই বিশেষ সম্মানে সম্মানিত। পর্দার ‘দেবী চৌধুরাণী’র এই সম্মানে কিন্তু রীতিমতো গর্বিত পরিচালক। শ্রাবন্তীর ছবি ভাগ করে বিবরণীতে সে কথা ফলাও করে লিখেওছেন, ‘টিম ‘দেবী চৌধুরাণী’ অত্যন্ত আনন্দিত। ছবির নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় রাজ্য সরকারের েই বিশেষ পুরস্কার পেয়েছেন।’



বার্তা সূত্র