Spirituality
oi-Purabi Jana
হিন্দু
পঞ্জিকা
অনুসারে,
মে
মাসে
অনেক
শুভ
তিথি
রয়েছে।
মোহিনী
একাদশী
দিয়ে
শুরু
হবে
এই
মাস।
এর
পর
বুদ্ধ
পূর্ণিমা,
জামাইষষ্ঠী,
শনি
জয়ন্তী-সহ
আরও
অনেক
বড়
বড়
ব্রত
ও
উৎসব
পালিত
হবে
মে
মাসে।
চলুন
জেনে
নেওয়া
যাক,
২০২৩
সালে
মে
মাসে
কবে
কোন
ব্রত
ও
উৎসব
পালিত
হতে
চলেছে।
মোহিনী
একাদশী
বৈশাখ
মাসের
শুক্লপক্ষের
একাদশীতে
পালিত
হয়
মোহিনী
একাদশী।
এ
দিন
ভগবান
বিষ্ণুর
মোহিনী
রূপের
পূজা
করা
হয়।
পুরাণ
অনুসারে,
সমুদ্র
মন্থনের
সময়
উঠে
আসা
অমৃত
কলসকে
অসুরদের
হাত
থেকে
বাঁচানোর
জন্য
শ্রী
বিষ্ণু
মোহিনী
রূপ
ধারণ
করেছিলেন।
ইংরাজী
ক্যালেন্ডার
অনুযায়ী,
চলতি
বছর
পয়লা
মে,
সোমবার
পালিত
হবে
মোহিনী
একাদশী।
বুদ্ধ
পূর্ণিমা
বৌদ্ধ
ধর্ম
মতে,
বৈশাখ
মাসের
পূর্ণিমা
তিথিতে
জন্মগ্রহণ
করেছিলেন
গৌতম
বুদ্ধ।
সেই
কারণে
বৈশাখী
পূর্ণিমা
দিনটি
বুদ্ধ
পূর্ণিমা
হিসেবে
পালিত
হয়।
বৌদ্ধ
সম্প্রদায়ের
প্রধান
ধর্মীয়
উৎসব
বুদ্ধ
পূর্ণিমা।
হিন্দু
ধর্মে
ভগবান
বুদ্ধকে
শ্রী
বিষ্ণুর
অবতার
মনে
করা
হয়।
তাই
বৈশাখ
পূর্ণিমা
তিথি
হিন্দু
এবং
বৌদ্ধ
উভয়
ধর্মের
কাছেই
বিশেষ
মাহাত্ম্যপূর্ণ।
২০২৩
সালে
৫
মে
বৈশাখ
পূর্ণিমা
বা
বুদ্ধ
পূর্ণিমা।
এ
দিন
গঙ্গা
স্নান
ও
দান
করা
খুব
শুভ।
রবীন্দ্র
জয়ন্তী
রবীন্দ্র
জয়ন্তী
বা
২৫
শে
বৈশাখ
বাঙালি
জাতির
অন্যতম
গুরুত্বপূর্ণ
সাংস্কৃতিক
উৎসব।
বাংলা
পঞ্জিকা
অনুসারে,
১২৬৮
বঙ্গাব্দের
২৫
বৈশাখ
কলকাতার
জোড়াসাঁকোর
ঠাকুরবাড়িতে
জন্মগ্রহণ
করেন
কবিগুরু
রবীন্দ্রনাথ
ঠাকুর।
সেই
উপলক্ষে
প্রতি
বছর
এই
দিনটিতে
রবীন্দ্রনাথ
ঠাকুরের
জন্মজয়ন্তী
পালিত
হয়।
ইংরাজী
ক্যালেন্ডার
অনুযায়ী,
২০২৩
সালে
২৫
বৈশাখ
পড়েছে
৯
মে,
মঙ্গলবার।
অপরা
একাদশী
জৈষ্ঠ্য
মাসের
কৃষ্ণপক্ষীয়
একাদশী
অপরা
একাদশী
নামে
পরিচিত।
চলতি
বছর
১৫
মে,
সোমবার
অপরা
একাদশী
পালিত
হবে।
পদ্ম
পুরাণ
অনুযায়ী,
এই
একাদশীতে
বিষ্ণুর
বামন
অবতারের
পুজো
করা
হয়।
মাসিক
শিবরাত্রি
ও
প্রদোষ
ব্রত
মাসিক
শিবরাত্রি
প্রতি
মাসেই
পড়ে।
এই
দিনে
ভক্তিভরে
মহাদেবের
পূজার্চনা
করা
হয়।
বছরে
মোট
১২টি
মাসিক
শিবরাত্রি।
প্রতি
মাসের
কৃষ্ণপক্ষের
চতুর্দশী
তিথিতে
মাসিক
শিবরাত্রি
পালিত
হয়।
মে
মাসের
১৭
তারিখ,
বুধবার
পালিত
হবে
মাসিক
শিবরাত্রি।
১৭
মে
আবার
কৃষ্ণ
প্রদোষ
ব্রতও
পড়েছে।
মে
মাসে
শুক্ল
প্রদোষ
ব্রত
পড়েছে
৩
মে,
বুধবার।
এই
দিনে
শিব-পার্বতীর
পূজা
করা
হয়।
ফলহারিণী
কালী
পুজো
জৈষ্ঠ্য
মাসের
অমাবস্যা
তিথিতে
হয়
ফলহারিণী
কালী
পুজো।
হিন্দু
ধর্মাবলাম্বীরা
নানাবিধ
মরশুমি
ফল
দিয়ে
কালীর
পুজো
করে
থাকেন।
বিশ্বাস
করা
হয়,
এই
তিথিতে
দেবীর
আরাধনায়
অশুভ
কর্মফল
নাশ
হয়
এবং
শুভ
ফল
প্রাপ্ত
হয়।
আগামী
১৮
মে
(বাংলায়
৩
জ্যৈষ্ঠ),
বৃহস্পতিবার
এবারের
ফলহারিণী
কালী
পুজোর
দিন
পড়েছে।
জৈষ্ঠ্য
অমাবস্যা,
শনি
জয়ন্তী,
বট
সাবিত্রী
ব্রত
জৈষ্ঠ্য
অমাবস্যা
পড়েছে
১৯
মে,
শুক্রবার।
জ্যৈষ্ঠ
মাসের
অমাবস্যা
তিথিতে
শনি
জয়ন্তীও
পালিত
হয়।
ধর্মীয়
বিশ্বাস
অনুসারে,
এই
দিনে
শনিদেব
জন্মগ্রহণ
করেছিলেন।
আবার,
এই
দিনেই
বট
সাবিত্রী
ব্রত
পালন
করা
হবে।
বিবাহিত
মহিলারা
স্বামীর
দীর্ঘায়ু
কামনায়
এই
ব্রত
পালন
করেন।
জামাইষষ্ঠী
জ্যৈষ্ঠ
মাসের
শুক্লপক্ষের
ষষ্ঠী
তিথিতে
দেবী
ষষ্ঠীর
পূজার
মধ্য
দিয়ে
এই
ব্রত
পালন
করা
হয়।
জামাইয়ের
মঙ্গল
কামনায়
শাশুড়ি
মায়েরা
এই
ব্রত
পালন
করেন।
এককথায়,
আদরের
কন্যার
সুখী
দাম্পত্য
জীবন
কামনার
উদ্দেশ্যে
পালনীয়
ব্রত
জামাইষষ্ঠী।
এবার
২৫
মে,
বৃহস্পতিবার
ঘরে
ঘরে
পালিত
হবে
জামাইষষ্ঠী।
গঙ্গা
দশহরা
জ্যৈষ্ঠ
মাসের
শুক্লপক্ষের
দশমী
তিথিতে
গঙ্গা
দশহরা
উদযাপিত
হয়।
কথিত
আছে,
এই
তিথিতে
দেবী
গঙ্গা
মর্ত্যে
নেমে
এসেছিলেন।
গঙ্গা
দশেরার
দিনে
গঙ্গা
স্নান
করলে
সমস্ত
পাপ
থেকে
মুক্তি
মেলে,
এমনটাই
বিশ্বাস।
এ
বছর
গঙ্গা
দশহরা
উদযাপিত
হবে
৩০
মে,
মঙ্গলবার।
নির্জলা
একাদশী
জ্যৈষ্ঠ
মাসের
শুক্ল
পক্ষের
একাদশী
তিথিতে
এই
একাদশী
পালিত
হয়।
মনে
করা
হয়,
এই
ব্রত
পালন
করলে
সমস্ত
একাদশী
ব্রতের
বরাবর
ফল
প্রাপ্তি
ঘটে।
এই
একাদশীতে
জল
পানও
নিষিদ্ধ
থাকে,
তাই
একে
নির্জলা
একাদশী
বলা
হয়।
চলতি
বছর
৩১
মে,
বুধবার
নির্জলা
একাদশী
পালিত
হবে।
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary
Festivals and Vrats in the Month of May 2023 in Bengali
Festivals and Fasts in May 2023: Have a look at the list of Indian vrats and festivals in May 2023.