আরও শুনুন বা পড়ুন:
নমস্কার আজ ১৭ জুলাই। আপনারা শুনছেন এই
সময় গোল্ডের ইভির্নিং নিউজকাস্ট। এক ঝলকে শুনে নেব আজকের হেডলাইন্স—
মহাজোটের দ্বিতীয় বৈঠকে যোগ দিতে বেঙ্গালুরু পৌঁছলেন মমতা, অভিষেক:
মেগা বিরোধী মহাজোটের দ্বিতীয় বৈঠকে অভিষেককে নিয়ে বেঙ্গালুরুতে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুলের সঙ্গে এলেন সনিয়া গান্ধী। বিমানবন্দরে মমতাকে স্বাগত জানালেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। বাংলায় ভোট সন্ত্রাসের পরও মমতার সঙ্গে বৈঠক? সিপিএম-কংগ্রেসকে আক্রমণ বিজেপির
ভোট পরবর্তী সন্ত্রাস খেজুরিতেও:
পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের খেজুরিতেও ভোট পরবর্তী সন্ত্রাস। তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। মারধর করে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
আদিবাসী সম্প্রদায়ের ছাত্রীকে হেনস্থার অভিযোগ বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে:
গবেষণার জন্য আবেদনকারী আদিবাসী সম্প্রদায়ের এক ছাত্রীকে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে। উপাচার্যের রিপোর্ট তলব করল জাতীয় তপশিলি উপজাতি কমিশন।
গন্তব্যের দিকে এগোচ্ছে চন্দ্রযান-৩:
ধীরে ধীরে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে ভারতে তৈরি চন্দ্রযান-৩। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩ চাঁদে যাওয়ার পথে একের পর এক কক্ষপথ অতিক্রম করে চলেছে। সোমবারও কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সফল ভাবে সম্পন্ন করেছে ইসরো। এই নিয়ে চন্দ্রযান ৩-এর উৎক্ষেপণের পর দ্বিতীয় বার যানটি কক্ষপথ পরিবর্তন করল
কুকুরের গলায় থাকবে পরিচয় পত্র:
এখন থেকে পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ঘুরবে পথকুকুররাও! এমনটাই বন্দোবস্ত করল মুম্বই পুরসভা। পুরসভা তরফে পথকুকুরদের গলায় ঝোলানো হল ‘আধার’ কার্ড। মুম্বই বিমানবন্দরের বাইরে ২০টি পথকুকুর ইতিমধ্যেই নিজেদের ‘আধার’ কার্ড পেয়েছে।
ধর্ষণের বদলা নিতে যুবককে খুন করল তরুণী:
ধর্ষণের বদলা নিতে অভিযুক্ত যুবককে নিজে হাতে শেষ করলেন তরুণী। যুবককে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওই তরুণী এবং তাঁর এক সহযোগীকে। ঘটনাটি উত্তর পূর্ব দিল্লির শাস্ত্রী পার্ক এলাকার। সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
কেদারনাথে নিষিদ্ধ মোবাইল:
কেদারনাথ মন্দিরে নিষিদ্ধ হল মোবাইলের ব্যবহার। মন্দিরে ছবি বা ভিডিয়ো তোলা যাবে না, জানিয়ে দিলেন কর্তৃপক্ষ। সম্প্রতি উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের সামনে প্রেমিককে প্রেম প্রস্তাব দেন এক মহিলা ব্লগার। সেই নিয়ে বিতর্ক তৈরি হয়। তার পরেই এই পদক্ষেপ করলেন মন্দির কর্তৃপক্ষ।
ইউটিউবারের বাড়িতে হানা আয়কর দপ্তরের:
ইউটিউবারের বাড়িতে হানা দিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। তাঁর বাড়ি থেকে পাওয়া গেল নগদ ২৪ লক্ষ টাকা। সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। উত্তরপ্রদেশের বরেলিতে বাড়ি ওই ইউটিউবারের।
তামিলনাডুর শিক্ষামন্ত্রীর বাড়িতে জানা ইডি-র:
আর্থিক তছরুপ সংক্রান্ত একটি মামলায় সোমবার সকালে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-র নেতা তথা সে রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী কে পোনমুন্ডির বাড়িতে হানা দিলেন ইডি আধিকারিকেরা। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ ডিএমকের
আজকের
দিন:
আজকের দিনটি নিয়ে
দু’টি তথ্য শেয়ার করি। প্রথমটি রাশিয়ার
ইতিহাসে একটি নারকীয় হত্যাকাণ্ড। ১৯১৭ সালে আজকের দিনে রাশিয়ার শেষ জার দ্বিতীয় নিকোলাস এবং তাঁর পরিবারের সদস্যরা নিহত হন৷ এই
হত্যাকাণ্ডটি সংঘটিত হয় রাশিয়ায় ইয়েকাতেরিনবার্গের ইপাতিয়েভ
হাউসে৷
দ্বিতীয় তথ্যটি ইউএসএ-র
ইতিহাসে গুরুত্বপূর্ণ। ১৯৫৫ সালে আজকের দিনে
ইউএসএ-তে ডিজনিল্যান্ডের দরজা খুলে দেওয়া হয়৷ এটি একমাত্র থিম পার্ক, যেটি ওয়াল্ট ডিজনির প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্মিত৷ পরে এটির নাম হয়
ডিজনিল্যান্ড পার্ক৷
আবহাওয়ার খবর:
জেনে নেওয়া যাক,
ওয়েদার কেমন থাকবে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
আজকের উদ্ধৃতি:
একমাত্র নৈঃশব্দ্যই ঈশ্বরের ভাষা, এ ছাড়া আর সব কিছুই শুধুমাত্র খারাপ
অনুবাদ। কথাটি বলেছেন রুমি
আরও শুনুন বা পড়ুন:
মহম্মদকে নিয়ে কী বলেছিলেন Vivekananda
জানুন আজকের রাশিফল:
উপস্থাপক: জয় সাহা