Skip to content

মধ্যরাতে বাংলাদেশে ২৭টি মন্দিরে ভাঙচুর, মূর্তিতে আলকাতরা

Published by:
https://asiabarta.com/wp-content/uploads/2023/01/1674403802_314_সংবিধান-দখল-করেছে-সুপ্রিম-কোর্ট-রিজিজু.png

Rupendu Das


6th February 2023 12:26 pm | Last Update 6th February 2023 12:52 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের মন্দির ভাঙচুর বাংলাদেশে। রাতের অন্ধকারে একসঙ্গে ২৭ টি মন্দিরে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ভেঙে ফেলে বিগ্রহ। এলাকায় রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ বাহিনী। এলাকা রীতিমতো থমথম করছে। সংখ্যালঘু হিন্দুরা অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। 

হামলা হয়েছে ঠাকুরগাঁওয়ে। এখানকার তিন জায়গা ধানতলা, পারিয়া, চাড়ুল ইউনিয়ে সশস্ত্র দুষ্কৃতীদের একটি দল ২৭টি মন্দিরে হামলা চালায়। ভেঙে ফেলে বিগ্রহ। কোনও কোনও বিগ্রহের মুখে কালি লেপে দিয়েছে। হামলা চালিয়ে তারা কেটে পড়ে। সকাল হলে এলাকাবাসী দেখে ভাঙা মন্দির দেখে ক্ষোভে ফুঁসতে থাকে। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে একাধিক মন্দিরে হামলার খবর। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় বিশাল পুলিশবাহিনী। 

জানা গিয়েছে ধানতলায় সিন্দুরপিন্ডি এলাকায় নয়টি মন্দিরে, কলেজ পাড়ার চারটি মন্দিরে,  সাবাজপুর নাথপাড়ার ১৪টি মন্দিরে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের দল। মন্দিরে হামলার খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন ডেপুটি কমিশনার মাহবুবুর রহমান, পুলিশ সুপার মহম্মদ জাহাঙ্গির হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক প্রবীর কুমার দত্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। প্রবীর কুমার দত্ত জানিয়েছেন, কোন কোন এলাকায় কয়টি মন্দিরের বিগ্রহ নষ্ট করা হয়েছে। অন্যদিকে, পুলিশের তরফ থেকে দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে।  বাংলাদেশে এর আগেও হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন ফের শুরু হিন্দু নির্যাতন, বাড়িতে আগুন, ভাঙচুর মন্দির

More News:

বার্তা সূত্র