মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বেয়াড়া কুকুর মেজরকে আবারো হোয়াইট হাউস ছাড়তে হচ্ছে। আদব কায়দা শেখানোর জন্য তাকে স্কুলে পাঠানো হচ্ছে, যেন সে প্রেসিডেন্টের কুকুরের মতোই কেতাদুরস্ত হয়ে ওঠে।
ফার্স্ট লেডি জিল বাইডেনের মুখপাত্র মিশেল লা রোজা বলেন, মেজরকে অতিরিক্ত কিছু প্রশিক্ষণ দেয়া হবে যেন সে হোয়াইট হাউসের জীবনের সাথে আরও ভালোভাবে মানিয়ে নিতে পারে। তিনি আরও জানান, ওয়াশিংটন ডিসি এলাকাতেই তার প্রশিক্ষণ চলবে। এতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে ধারনা করা হচ্ছে। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর হোয়াইট হাউসে বসবাস শুরু করলে কুকুর মেজরকেও ডেলওয়ার থেকে নিয়ে আসা হয়। কিন্তু হোয়াইট হাউসের জীবনের সাথে জার্মান শেফার্ড এই কুকুর নিজেকে মানাতে পারছিল না। তার মেজাজ বিগড়ে গিয়েছিল। এ সময় তাকে কিছু দিনের জন্য ডেলওয়ারে পাঠিয়ে দেয়া হয়। এছাড়া প্রশিক্ষণও দেয়া হয় তাকে। কিন্তু তা যথেষ্ট ছিল না বলে মনে করা হচ্ছে।