Skip to content

পরীমণির সাথে সম্পর্ক : সাকলায়েনকে ডিবির দায়িত্ব থেকে বিরত রেখে অন্যত্র বদলি

চিত্রনায়িকা পরীমণির সাথে সম্পর্কের অভিযোগ উঠা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো: গোলাম সাকলায়েনকে বদলি করা হয়েছে।

শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের এক আদেশে তাকে ডিবি থেকে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (দাঙ্গা দমন বিভাগ, পশ্চিম) বদলি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো: ফারুক হোসেন। তিনি গণমাধ্যমকে জানান, বদলির আদেশের আগে সাকলায়েনকে ডিবির সব ধরনের দায়িত্ব থেকে বিরত রাখা হয়।