আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম থেকে জাহাজে করে ভাসানচরে নেয়া হচ্ছে আরো দুই হাজারের বেশি রোহিঙ্গাকে। উখিয়া-টেকনাফ থেকে ভাসানচরে এটি হবে চতুর্থ দফায় রোহিঙ্গা স্থানান্তর। এর আগে রবিবার দুই হাজার ১৪ রোহিঙ্গা ভাসানচর যাবার জন্য চট্টগ্রামে পৌঁছেছেন।
জানা গেছে, ভাসানচর নিয়ে যাবার জন্য শুক্রবার রাত থেকে রবিবার সকালে ২০টি বাস এবং ১০টি ডাম্প ট্রাকের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই হাজারের বেশি রোহিঙ্গাকে নিয়ে আসা হয় ট্রানজিট পয়েন্ট উখিয়া ডিগ্রী কলেজ মাঠে। সোমবার কুতুপালং-১ ইস্ট, ২ ইস্ট, এবং ২ ওয়েস্ট ক্যাম্প থেকে আরও এক হাজার পাঁচ শ’র বেশি রোহিঙ্গার পৃথক একটি দল ভাসানচরে রওনা দেয়ার কথা রয়েছে। তাদের রবিবার বিকেলে বিভিন্ন ক্যাম্প থেকে ট্রানজিট পয়েন্ট উখিয়া ডিগ্রী কলেজ মাঠে আনা হয়।
উখিয়া-টেকনাফে আশ্রিত ক্যাম্পগুলো থেকে কমপক্ষে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানোর টার্গেট রয়েছে সরকারের। চলতি মাসের শেষ সপ্তাহে ভাসানচর যেতে আগ্রহী রোহিঙ্গাদের আরও একটি দলকে পঞ্চম দফায় ভাসানচর নেয়ার প্রস্তুতি চলছে। সূত্র: ভোরের কাগজ