Skip to content

৭ বছরে টার্গেট ৩০ শিশুকে! অপহরণ করে ধর্ষণ-খুনে দিল্লি পুলিশের জালে অভিযুক্ত

৭ বছরে টার্গেট ৩০ শিশুকে! অপহরণ করে ধর্ষণ-খুনে দিল্লি পুলিশের জালে অভিযুক্ত
৬ বছরের শিশুকে অপহরণ করে শারীরিক নির্যাতনের পর খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হল দিল্লির এক ব্যক্তি। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক শিশুকে অপহরণ করে যৌন নিপিড়নের পর খুনের অভিযোগ রয়েছে। দোষী সাব্যস্ত হলেও, এখনও সাজা শোনায়নি আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে সাজা শোনানো হবে বলে আদালত তরফে ইঙ্গিত মিলেছে।

London Crime : আফতাব কাণ্ডের আঁচ ব্রিটেনে! পেনশনের টাকা হাতাতে মৃতদেহ ২ বছর ফ্রিজে রাখার অভিযোগ
দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত ব্যক্তির নাম রবীন্দ্র কুমার। ২০০৮ সালে ১৮ বছর বয়সে কাজের সন্ধানে উত্তরপ্রদেশের কাসগঞ্জ থেকে দিল্লিতে আসে সে। তার বাবা ছিল প্লাম্বার। মা দিল্লিতে একাধিক বাড়িতে পরিচারিকার কাজ করত। রাজধানীতে আসার কিছুদিন পর থেকে রবীন্দ্র মাদকাসক্ত হয়ে পড়ে। নিয়মিত দেখতে শুরু করে অশ্লীল ছবি। এই অশ্লীল ছবি দেখার ফলে তার মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছিল বলে জানিয়েছে পুলিশ। অপরাধ সংগঠিত করতে একটি ভয়ঙ্কর রুটিন তৈরি করে ফেলে সে।

DYFI Protest : নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, মগরায় বিক্ষোভ DYFI-র
পুলিশের এক কর্তা জানিয়েছেন, নেশার টাকা যোগাতে রবীন্দ্র সারাদিন শ্রমিকের কাজ করত। সন্ধের সময় নেশা করত। এরপর নিজের যৌন লালসা মেটাতে বের হতো শিকারের সন্ধানে। বস্তির শিশুরাই তার যৌন লালসার শিকার হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্তা। শিশুদের খোঁজে বস্তি এলাকায় প্রায় ৪০ কিলোমিটার পর্যন্ত হাঁটত অভিযুক্ত।

Atiq Ahmed News : উমেশ পাল খুনে ফের FIR যোগী পুলিশের, গ্যাংস্টার পত্নী শায়িস্তাকে ‘মাফিয়া’ ঘোষণা
পুলিশ কর্তা আরও জানিয়েছেন যে শিশুদের ফাঁদে ফেলতে সে টাকা ও চকোলেটের লোভ দেখাত। এরপর শিশুটিকে নিয়ে যেত কোনও নির্জন স্থানে। তারপর যৌন নির্যাতন চালাত রবীন্দ্র। যৌন লালসা মেটানোর পর তাদের হত্যা করত। ২০০৮ থেকে ২০১৫, এই সাত বছরে যৌন লালসা মেটানোর পর মোট ৩০জন শিশুকে খুন করে সে। অধিকাংশ শিশুর বয়স ৬ থেকে ১২ বছরের মধ্যে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের ওই কর্তা।

Odisha Crime : ভাত না পেয়ে স্ত্রীকে খুন, ওড়িশার ঘটনায় গ্রেফতার স্বামী
রবীন্দ্রে যৌন লালসার শেষ শিকার হয়েছিল ৬ বছরের এক শিশু। ২০১৫ সালে তাকে অপরহণর করে যৌন নির্যাতনের পর খুন করে। শিশুটির পরিবার রবীন্দ্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পর, পুলিশ তাকে দিল্লির রোহিনী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে। এরপর অভিযুক্তের কড়া শাস্তির দাবি করে দিল্লির একটি আদালতে মামলা দায়ের করা হয়। সেই মামলায় দোষী সাব্যস্ত হয়েছে রবীন্দ্র নামে ওই ব্যক্তি। এর আগে ২০১৪ সালে ৬ বছরের এক শিশুকে অপহরণ, খুনের চেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। কিন্তু প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় সে।

বার্তা সূত্র