Saturday, April 19, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

৫ বছরের জন্য ইসলামপন্থিরা শাসন করবে দেশ

বৃহস্পতিবার সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট একটি অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেছেন যাতে দেশটি এই অন্তর্বর্তী সময়ে পাঁচ বছরের জন্য ইসলামপন্থিদের শাসনাধীন করা হয়েছে।

ডিসেম্বর মাসে প্রাক্তন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম বা এইচটিএস ‘এর নেতৃত্বে আকস্মিক বিদ্রোহে সাবেক নেতা বাশার আল আসাদ ক্ষমতাচ্যূত হওয়ার পর দেশের ক্ষমতাসীন নতুন শাসকরা দেশের অধিকাংশ স্থানে তাদের কর্তৃত্ব প্রয়োগ করতে হিমসিম খাচ্ছেন।

এইচটিএস’এর সাবেক নেতা আহমাদ আল-শারা বর্তমানে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট । আসাদের বিরুদ্ধে অভিযানে অংশগ্রহণকারী সশস্ত্র গোষ্ঠীগুলির বৈঠকের পর তাঁর নাম ঘোষণা করা হয়। তারা দেশের পুরোনো সংবিধান বাতিল করে এবং বলে যে একটি নতুন সংবিধান লেখা হবে।

যদিও ৫০ বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে আসাদ পরিবারের স্বৈরশাসনের অবসান ঘটায় অনেকেই খুশি হয়েছিলে, ধর্মীয় ও জাতিগোষ্ঠীগত সংখ্যালঘুরা ইসলামপন্থি এই নতুন নেতাদের সম্পর্কে সংশয় পোষণ করেন এবং নতুন কর্তৃপক্ষের অধীনে দামস্ককে তাদের অঞ্চলগুলির উপর নিয়ন্ত্রণ আরোপ করতে অনীহা প্রকাশ করেন।

অস্থায়ী সংবিধানের খসড়া তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত সাত সদস্য-বিশিষ্ট কমিটি, আব্দুল হামিদ আল-আওয়াক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন যে এই অস্থায়ী সংবিধানে আগেকার সংবিধানের কিছু বিষয় রাখা হবে, যার মধ্যে রয়েছে রাষ্ট্রপ্রধানকে অবশ্যই মুসলিম হতে হবে এবং বিচার ব্যবস্থার প্রধান উৎস হবে ইসলামি আইন।

তবে এই সাংবিধানিক আইন বিশেষজ্ঞ এবং তুরস্কের মার্দিন আর্তুকলু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আল-আওয়াক বলেন এই অস্থায়ী সংবিধানে এমন সংস্থান রয়েছে যা মত প্রকাশের এবং সংবাদপত্রের স্বাধীনতাকে তুলে ধরে। তিনি বলেন সিরিয়ার এই নড়বড়ে রাজনৈতিক পরিস্থিতিতে সংবিধানটি “সামাজিক নিরাপত্তা ও স্বাধীনতার মধ্যে ভারসাম্য” আনবে।

স্থায়ী সংবিধানের জন্য একটি নতুন কমিটি গঠন করা হবে, তবে এটা পরিস্কার নয় যে এতে সিরিয়ার রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগোষ্ঠীগত দলগুলোর অধিকতর অন্তর্ভুক্তি থাকবে কী না।

সোমবার আল-শারা সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন কর্তৃপক্ষের সঙ্গে এক যুগান্তকারি চুক্তিতে পৌঁছায় যার মধ্যে রয়েছে অস্ত্রবিরতি এবং তাদের সশস্ত্রবাহিনী ও সরকারের নিরাপত্তা সংস্থাগুলিকে একীভূত করা।

গত সপ্তাহে আসাদের অনুগত বন্দুকধারীদের একটি বিদ্রোহ সরকারি বাহিনী ও মিত্রগোষ্ঠীরা দমন করার পর এই চুক্তি সম্পাদিত হলো। অধিকার গোষ্ঠীরা বলছে যে পাল্টা আক্রমণকারীদের প্রতিশোধমূলক হামলায় শত শত অসামরিক লোকজন, যাদের বেশির ভাগই আসাদের সংখ্যালঘু আলাওয়াইত সম্প্রদায়ের লোক নিহত হয়।

অন্তর্বর্তী সংবিধানের মূল লক্ষ্য হচ্ছে দেশটির অন্তর্বর্তী অবস্থান থেকে রাজনৈতিক উত্তরণের জন্য একটি সময়সীমা নির্ধারণ করা। ডিসেম্বর মাসে, আল-শারা বলেন সিরিয়ার সংবিধান পুনর্লিখনে তিন বছর সময় লাগতে পারে এবং সব কিছু গুছিয়ে নির্বাচন অনুষ্ঠানে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে।

গত মাসে সিরিয়ায় জাতীয় সংলাপ সম্মেলন হওয়ার পর আল-শারা নতুন সংবিধান লেখার জন্য একটি কমিটি নিযুক্ত করেন। সম্মেলনে একটি অস্থায়ী সংবিধান ঘোষণা করার এবং এবং অন্তর্বর্তী সংসদ নির্বাচনের আহ্বান জানানো হয়। সমালোচকরা বলেন দ্রুত আয়োজিত এই সম্মেলনে সিরিয়ার জাতিগোষ্ঠী ও সাম্প্রদায়িক দলগুলো কিংবা নাগরিক সমাজের কোন প্রতিনিধিত্ব ছিল না।

যুক্তরাষ্ট্র ও ইউরোপ আসাদ আমলে সিরিয়ার উপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে দ্বিধান্বিত যে পর্যন্ত না তারা এ ব্যাপারে নিশ্চিত হন যে নতুন নেতারা একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা সৃষ্টি করবেন এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেবেন। আল-শারা এবং আঞ্চলিক সরকারগুলি তাদেরকে বিষয়টি পুনর্বিবেচনা করতে বলছেন এবং আশংকা প্রকাশ করেছেন যে দেশটির ভঙ্গুর অর্থনীতি আরও অস্থিতিশীলতা আনতে পারে।

–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়