দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘুদের বৃহত্তম সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করলেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। শুনলেন তাঁদের দাবিদাওয়ার কথা। বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছে, শেখ হাসিনা নেতৃবৃন্দকে বলেছেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই আদর্শে অবিচল থেকে সব ধর্ম বিশ্বাসের মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাবে তাঁর সরকার।
সংগঠনটির তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত এই বৈঠকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন ও সংখ্যালঘু বিশেষ সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়। তাঁরা প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন, জোর করে ধর্মান্তকরণ, সংখ্যালঘুদের উপাসনাস্থলগুলির উপর হামলার ঘটনা বাড়ছে। সে দেশে সংখ্যালঘুদের জনসংখ্যা অস্বাভাবিক হারে হ্রাস পাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সংগঠনের নেতারা। প্রধানমন্ত্রীর কাছে সংগঠনের তরফে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।
সংগঠনের তরফে দাবি জানানো হয়েছে, আগের মতোই জাতীয় সংসদে অধিবেশনের সূচনায় সব সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ পুনরায় চালু করা হোক। কথা হয়, প্রস্তাবিত বৈষম্য বিরোধী আইনটিকে যথাযথভাবে প্রণয়নের বিষয়ে। বৈঠকে শাসক দল আওয়ামী লিগের তরফে দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল কুমার চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। ঐক্য পরিষদের তরফে ছিলেন রানা দাশগুপ্ত ছাড়াও উপস্থিত ছিলেন কাজল দেবনাথ, জেএল ভৌমিক, মিলনকান্তি দত্ত ও মণীন্দ্রকুমার নাথ।
রাহুলের দাবি, নীতিশের সঙ্গে বৈঠক ‘ঐতিহাসিক’, কী বললেন বিহারের মুখ্যমন্ত্রী