বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। পুলিশ কর্মকর্তা নিহত হন চট্টগ্রামে। বাকি তিনজনের একজন চাঁপাইনবাবগঞ্জে এবং অপর দুজন বাগেরহাটে।
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত
চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পুলিশ কর্মকর্তা জাহিদ ইকবাল। তিনি পরিবার নিয়ে কুষ্টিয়া থেকে বান্দরবান যাচ্ছিলেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্র এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাস একটি কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছেন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পুলিশ কর্মকর্তা জাহিদ ইকবালসহ তাঁর পরিবারকে বহনকারী গাড়িটি চট্টগ্রামের মীরসরাইয়ে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কালভার্টের সঙ্গে ধাক্কা দেয়। পরে সেটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। আর এতেই ঘটনাস্থলে মারা যান জাহিদ ইকবাল।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, গাড়িতে থাকা পুলিশ কর্মকর্তা জাহিদের ছেলে, দুই বোন ও দুই ভাগনের পাশাপাশি প্রাইভেটকারে থাকা আরও দুজনও এতে আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ডের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাদাত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহত পুলিশ সদস্যের লাশ কুমিরা হাইওয়ে থানায় আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে”।
নিহত পুলিশ পরিদর্শক জাহিদ ইকবাল বাংলাদেশ পুলিশের ২৭তম ব্যাচের ক্যাডেট (এসআই) ছিলেন। তিনি রাণীসংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন। বদলি হওয়ার আগে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সিআইডি পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালে তিনি ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। তাঁর স্ত্রী রেশমাও পুলিশ পরিদর্শক।
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকার এনামুল হকের ছেলে।
পরে ট্রাকের চালককে আটক ও ট্রাকটিকে জব্দ করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে ইউসুফ আলী মোটরসাইকেল চালিয়ে সোনামসজিদ স্থলবন্ধরের দিকে যাচ্ছিলেন। ট্রাক টার্মিনাল এলাকা পার হতেই একই দিকে যাওয়া একটি খালি ট্রাক ইউসুফ আলীর মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠনো হবে।
তিনি আরও জানান, চালকসহ ট্রাকটি আটক করেছে পুলিশ।
বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলার আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার মেম্বর ব্রিজের কাছে ওই দুর্ঘটনা ঘটে। আহত ৪ জনকে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ২ মোটরসাইকেল আরোহী হলেন—বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌরসভাধীন উত্তর সরালিয়া এলাকার সালাম বেপারীর ছেলে এনামুল বেপারী (২৪) এবং মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরন এলাকার রহুল আমিন হাওলাদারের ছেলে রাকিবুল হাওলাদার (২০)।
আহতরা হলেন—রমজান হাওলাদার (২৪), দেবাশিষ (২১), তাজিম (২২) এবং রহিম (২৪)।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক বাবুল আকতার জানান, শরণখোলা থেকে একটি মোটরসাইকেল মোড়েলগঞ্জে আসছিল। পথে আঞ্চলিক মহাসড়কের সিআরসি ও মেম্বর ব্রিজের মধ্যবর্তী এলাকায় মোরেলগঞ্জ থেকে শরণখোলা অভিমুখে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দুটি মোটরসাইকেলে ৬ জন আরোহী ছিলেন।
তিনি আরও বলেন, এ সময় ঘটনাস্থলে এনামুল বেপারী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় রাকিবুলকে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।