Skip to content

স্মার্ট বাংলাদেশ গড়ার পূর্বশর্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া

স্মার্ট বাংলাদেশ গড়ার পূর্বশর্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া

শেখ দিদার, চট্টগ্রাম: বানিজ্যিক রাজধানী খ্যাত বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধির স্বর্ণদ্বার ও অর্থনীতির হৃদপিণ্ড বন্দর নগরী চট্টগ্রামে তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ জাগ্রত করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন, চট্টগ্রামের উদ্যোগে ‘সততা সংঘের সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে চট্টগ্রাম বন্দরের শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটরিয়ামে সততা সংঘের সদস্যদের উপস্থিতিতে এই সমাবেশ এর আয়োজন করা হয়। 

এই সমাবেশে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলাধীন ১০৩ উপজেলার মোট ২০৮ জন সততা সংঘের সদস্য, অভিভাবক প্রতিনিধি এবং সততা সংঘের পরামর্শক কাউন্সিলের সদস্যগণ অংশগ্রহণ করেন। দুর্নীতি দমন কমিশন এর কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শান্তির প্রতীক পায়রা, ফেস্টুনসহ বেলুন উড়িয়ে সততা সংঘের সমাবেশ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ করার মধ্য দিয়ে আলোচনা সভা শুরু করা হয়। 

দুর্নীতি দমন কমিশন, চট্টগ্রাম বিভাগের পরিচালক জনাব মো. মাহমুদ হাসান আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। সততা সংঘের পরামর্শক কাউন্সিলের পক্ষ থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক কলোনী উচ্চ বিদ্যালয়, আগ্রাবাদ-এর প্রধান শিক্ষক জনাব মোস্তফা হাসান মজুমদার। সততা সংঘের সদস্যদের মধ্য থেকে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কাজী ফাইজা নাসিম ও চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ছাত্র রুজহান আল শাবীব সততা সংঘের কার্যক্রম তুলে ধরেন ও আগামীর দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন। এরপর সমাবেশের প্রধান অতিথি ড. মো. মোজাম্মেল হক খান ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা, মূল্যবোধকে জাগ্রত করার মানসে দুর্নীতি কিভাবে রোধ করা যায় ও দুর্নীতি বিরোধী কার্যক্রমকে কিভাবে জনগণের কাছে পৌঁছে দেয়া যায় সে বিষয়ে তিনি বক্তব্য রাখেন। 

সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেন, পরিবার থেকেই দুর্নীতি বিরোধী চেতনা শুরু করতে হবে, এরপরে স্কুলে স্কুলে এই চেতনা সকল শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি সততা সংঘকে বাংলাদেশ সরকারের দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের দীর্ঘ মেয়াদি পরিকল্পনার অন্যতম অংশীদার হিসেবে অভিহিত করেন। তিনি চট্টগ্রাম বিভাগের সকল জেলা-উপজেলায় সততা সংঘ ও সততা স্টোরের কার্যক্রমে বিভাগীয় প্রশাসনের সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। সভাপতির বক্তব্য শেষে দুর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রদর্শন ও শপথবাক্য পাঠ করা হয়। নতুন প্রজন্মই আগামীতে দেশের নেতৃত্ব দিবে। সৎ এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন আগামী প্রজন্ম সৃষ্টি করা গেলেই দুর্নীতিসহ সকল প্রকার অনৈতিকতার লাগাম টেনে ধরা সহজ হবে। এ উদ্দেশ্যে কমিশন দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ গঠন করছে। প্রতিটি সততা সংঘ একই শিক্ষা প্রতিষ্ঠানের ১১ (এগার) জন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত হয়। দুর্নীতি দমন কমিশন ‘সততাই সর্বোত্তম নীতি’ এ আদর্শে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘের পাশাপাশি সততা স্টোর স্থাপন করেছে। 

সারাদেশে সর্বমোট ২৭,৬২৯ টি সততা সংঘ ও ৫,৭৫৬টি সততা স্টোর রয়েছে। তৎমধ্যে চট্টগ্রাম বিভাগে ৪,৫১৭ টি সততা সংঘ ও ৯১২টি সততা স্টোর রয়েছে। দুর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকী (২১ নভেম্বর), বিজয় দিবস, স্বাধীনতা দিবস এবং ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনে সততা সংঘের সদস্যগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সততা সংঘ আগামীর দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গঠনের গুরুত্বপূর্ণ অংশীদার হবে। 

এছাড়াও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সদস্য (অর্থ) মোহাম্মদ শহীদুল আলম, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) প্রবীর কুমার রায়, পিপিএম (বার), মো. আক্তার হোসেন, মহাপরিচালক (প্রতিরোধ), দুর্নীতি দমন কমিশন, এস.এম শফিউল্লাহ, পুলিশ সুপার, মো. মাহমুদ হাসান, পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব মনোয়ারা হাকিম আলী। এছাড়া চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার শিক্ষা অফিসের কর্মকর্তাগণ, বাংলাদেশ স্কাউটের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। ভবিষ্যত প্রজন্মের একঝাঁক তরুণদের সমন্বিত এই আয়োজনে দুর্নীতি বিরোধী মনোভাব শিশু বয়স থেকেই জাগ্রত হোক এই মনোভাব রেখেই সততা সংঘ সম্মেলন সমাপ্ত করা হয়।

প্রতিনিধি/একে

বার্তা সূত্র