Skip to content

স্বচ্ছ ভারত অভিযানের নেতৃত্বে মোদি, ঝাড়ু হাতে নামলেন ময়দানে

PM Modi Leads From The Front In Swachhata Abhiyaan | Sangbad Pratidin

Published by: Kishore Ghosh |    Posted: October 1, 2023 1:03 pm|    Updated: October 1, 2023 1:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বচ্ছ ভারতের লক্ষ্যে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) জন্মজয়ন্তীর আগের দিন সকালে দেশকে নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। পরিচ্ছন্নতায় ঝাড়ু হাতে ময়দানে নামলেন তিনি। প্রায় ঘণ্টা খানেক বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মোদি। সেই ভিডিও নিজেই এক্স হ্যান্ডেলে পোস্টও করলেন। ক্যাপশানে প্রধানমন্ত্রী লিখেছেেন, “আজ, ভারতের লক্ষ্য স্বচ্ছতা।”

১ অক্টোবর দেশ জুড়ে স্বচ্ছ ভারত অভিযানের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরেই দেশজুড়ে স্বচ্ছ ভারত অভিযানের ডাক দিয়েছিলেন। দ্বিতীয় মোদি সরকারের অন্তিম বর্ষে রবিবার নিজেই ঝাড়ু হাতে ময়দানে নেমে স্বচ্ছতাই সেবার পথ, এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সুস্বাস্থ্যেরও বার্তা দেন এদিন। সেই লক্ষ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে তাঁর সঙ্গে দেখা গেল ফিটনেস বিশেষজ্ঞ অঙ্কিত বাইয়ানপুরিয়াকে।

[আরও পড়ুন: প্রবল বৃষ্টি, খারাপ রাস্তা, ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে দিল্লিগামী তৃণমূলের বাস]

ভিডিও দেখা গিয়েছে, হাতে গ্লাভস পরে ময়লা পরিস্কার করছেন মোদি। ঝাড়ু নিয়ে ঝাট দিতেও দেখা গেল তাঁকে। একটি বাগানে তাঁর সঙ্গে স্বচ্ছতা অভিযানে ছিলেন তরুণ ফিটনেস বিশেষজ্ঞ অঙ্কিত। তবে ঠিক কোথায় ভিডিওটি রেকর্ড করা হয়েছে তা জানা যায়নি। চার মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওটি নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মোদি। ক্যাপশানে লিখেছেন, “আজ যেহেতু ভারতের লক্ষ্য স্বচ্ছতা, তাই অঙ্কিত বাইয়ানপুরিয়া এবং আমি একই কাজ করেছি। কেবল পরিষ্কার-পরিচ্ছন্নতাই নয়, আমরা ফিটনেস এবং সুস্থতাকেও মিশ্রিত করেছি। সবটাই স্বচ্ছ এবং সুস্থ্ ভারতের ভাবনা।”

[আরও পড়ুন: স্বচ্ছ ভারত অভিযানের নেতৃত্বে মোদি, ঝাড়ু হাতে নামলেন ময়দানে]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



সংবাদ সূত্র