Thursday, February 13, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

সোমালিয়ায় আইএস গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বিমান হামলার ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ‘আনক্লাসিফাইড’ ভিডিও প্রকাশ করেছেন। তিনি বলছেন, সোমালিয়ায় শনিবার ইসলামিক স্টেট গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে বিমান হামলার ভিডিও এটি।

এএফপি স্বাধীনভাবে এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি। স্থানীয় কমান্ডাররা এএফপি-কে একাধিক হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেছেন, “আইসিসের সিনিয়র হামলা পরিকল্পনাকারী ও সোমালিয়ায় তার নিযুক্ত ও নেতৃত্বাধীন অন্যান্য সন্ত্রাসীদের উপর সুনির্দিষ্ট সামরিক বিমান হামলা চালাতে আমি আজ সকালে নির্দেশ দিয়েছি।” তিনি আরও যোগ করেন, হামলার ফলে “বহু সন্ত্রাসী” নিহত হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, আধা-স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড অঞ্চলের গোলিস পর্বতমালায় আইএস-সোমালিয়ার কর্মকর্তাদের নিশানা করে হামলা চালানো হয়েছে।

সোমালিয়াতে আল-কায়দা সম্পৃক্ত আল-শাদাব গোষ্ঠীর তুলনায় ইসলামিক স্টেটের উপস্থিতি অপেক্ষাকৃত কম, তবে বিশেষজ্ঞরা এদের ক্রমবর্ধমান কর্মকাণ্ড বিষয়ে সতর্ক করেছেন।

–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়