Thursday, February 13, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবীতে জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের বিক্ষোভ

জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আহতদের একটা অংশ সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাস্তায় নেমে এসেছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) দিনভর তারা ঢাকার পঙ্গু হাসপাতালের কাছে শিশুমেলায় বিক্ষোভ করে এবং সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার বাসভবনবের কাছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছে, বলছে স্থানীয় গণমাধ্যম।

আন্দোলনকারীদের একজন কুরবান হিল্লোল ঢাকার সংবাদমাধ্যম বিডিনিউজ টুয়েন্টিফোরকে বলেন, তারা মানুষের কষ্টের কথা বিবেচনা করা শ্যামলী শিশুমেলার রাস্তা ছেড়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে চান তারা।

জুলাই-অগাস্ট মাসে আন্দোলনে আহতদের চিকিৎসা নিয়ে বেশ কিছু দিন ধরেই চলছে সমালোচনা ও নানা অভিযোগ।

তার প্রেক্ষিতে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ করা হয়েছে। তবে নানা অভিযোগ ওঠার পর এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ান কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম।

কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার দাবী

সরকার থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো যে আন্দোলনে আহত সবাইকে সুচিকিৎসা দেওয়া হবে।

কিন্তু অভ্যুত্থানে আহত ও হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের বড় অভিযোগ হলো, চিকিৎসা হচ্ছে না।

এরই মাঝে রবিবার গণঅভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসাসহ অন্যান্য ভাতা দেয়ার বিষয়টি সরকারের পরিকল্পনায় আছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম।

এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) শাহবাগে আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের একটা অংশ নানা দাবি নিয়ে একটি র‍্যালি করে।

আন্দোলনে নিহত ও আহতদের পরিবারগুলোর নিরাপত্তার জন্য সুরক্ষা আইন প্রণয়ন, আহতদের পুনর্বাসনে গণঅভ্যুত্থান কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা, চাকরির ব্যবস্থা করা এবং নিহতদের পরিবারকে এককালীন এক কোটি ও আহতদের ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয় এই র‍্যালিতে।

–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়