কয়েক সেকেন্ডের রিল ভিডিয়ো শেয়ার করতেই জুটল কটাক্ষ। এক নেটজেন খোঁচা মেরে লিখেছন, ‘সিনেমা জুটছে না আর?’ অপর এক নেটিজেন কটাক্ষের সুরে লেখেন, ‘তুমি এই জীবনে সব কাজ কর কিন্তু, গান গাইবে না প্লিজ। এত বাজে গায়িকা যে তোমার গান শুনে বমি চলে আসে।’ এক নেট নাগরিক মজা করে আবার কৌশানীকে গান শোনাতে বলেন।
Koushani Mukherjee Baby : বিয়ের আগেই বেবি! ছবি পোস্ট করে সুখবর শেয়ার করলেন কৌশানী
তবে শুধুই যে কটাক্ষের শিকার হয়েছেন এমনটা নয়, সেই সঙ্গে প্রশংসাও কুঁড়িয়েছেন। অনেকেই কৌশানীর বার্বি লুকের প্রশংসা করেছেন। সেই সঙ্গে রেড হার্ট ইমোজিতে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। প্রসঙ্গত, কৌশানীর রিলে এই রকমই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। সম্প্রতি কৌশানী সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন বেবির সঙ্গে একটি ছবি পোস্ট করেন।Koushani Mukherjee Bonny Sengupta : খালি গায়ে ‘লিডিং হিরো’, বনিকে দেখে মনের ভিতর প্রেমের আগুন কৌশানীর!
আসলে মেয়েকে জন্মদিনে একটি বিসাসবহুল গাড়ি উপহার দেন কৌশানীর বাবা। সেটিকেই নিজের বেবি বলেছেন অভিনেত্রী। ইনস্টা স্টোরিতে গাড়ির ছবি শেয়ার করে ক্যাপশনে কৌশানী লেখেন, ‘আমার বাবা আমাকে একটা বেবি কিনে দিয়েছেন। আমি সেটাই দেখাচ্ছি’।Bonny Sengupta Koushani Mukherjee : ‘আমার টেডির সঙ্গে…’, বনিকে নিয়ে আহ্লাদ করতেই কটাক্ষ কৌশানীকে
ব্র্যান্ড নিউ গাড়ির ছবি শেয়ার করতেই অভিনেত্রীকেও খোঁচা দিয়েছে নেটপাড়ার সদস্যরা। লিডিং হিরোর প্রেমিকার নতুন গাড়ি নিয়ে চর্চা হবে সেটা তো খুবই স্বাভাবিক। তবে কোনও বিতর্ক তৈরি হওয়ার আগেই কৌশানী জানিয়ে দিয়েছেন, তাঁর গাড়ি কারও কাঠমানির টাকায় কেনা নয়। বাবার দেওয়া উপহার।
Bonny Koushani: ইন্ডাস্ট্রি নিয়ে কীসের আক্ষেপ কৌশানীর
নতুন গাড়িতে বনি-কৌশানীর প্রথম লং ড্রাইভ বা ঘুরতে যাওয়ার ছবি দেখার অপেক্ষায় প্রেমিক যুগলের অনুরাগীরা। প্রসঙ্গত, কৌশানীর জন্মদিনেই বিয়ের কথা ঘোষণা করেন তাঁর বাবা। তিনি জানান, আগামী বছরেই মুখোপাধ্যায় বাড়ির জামাই হতে চলেছেন বনি।