Skip to content

‘সিদ্ধার্থ’ নিয়ে টানা তিন দিন মঞ্চে নওশাবা

‘সিদ্ধার্থ’ নিয়ে টানা তিন দিন মঞ্চে নওশাবা

u0995u09beu099cu09c0 u09a8u0993u09b6u09beu09acu09be u0986u09b9u09aeu09c7u09a6u0964 u099bu09acu09bf: u09b8u0982u0997u09c3u09b9u09c0u09a4“}”> মঞ্চে আসছে নতুন নাটক ‘সিদ্ধার্থ’। হেরমান হেসের লেখা একই নামের উপন্যাসটি অনেকেরই প্রিয়। সে উপন্যাসকে নাট্যরূপ দিয়ে ঢাকার মঞ্চে নিয়ে আসছেন রেজা আরিফ। মঞ্চনাটকের দল আরশিনগরের এই চতুর্থ প্রযোজনাটির নির্দেশনাও দিচ্ছেন রেজা। এ নাটকের মাধ্যমে আবারও মঞ্চে দেখা যাবে নাটক, সিনেমা ও ওয়েবের জনপ্রিয় মুখ কাজী নওশাবা আহমেদকে।

সিদ্ধার্থ নাটকের কাহিনি সংক্ষেপ এমন, ব্রাহ্মণকুমার সিদ্ধার্থ গৃহত্যাগী হয় এবং সন্ন্যাস গ্রহণ করে। দীর্ঘ তিন বছর কঠোর তপস্যার পর সন্ন্যাস ত্যাগ করে গৌতম বুদ্ধ সমীপে গমন করে। কিন্তু বুদ্ধের শিক্ষাও তাকে আটকে রাখতে পারে না। সে অজানার উদ্দেশ্যে গমন করে এবং অবশেষে এক নগরে উপস্থিত হয়। নগরের শ্রেষ্ঠ বারবনিতার প্রেমে পড়ে। দৈহিক কামনা, ভোগ বিলাসে ভেসে যেতে যেতে একদিন তার বোধোদয় হয়। তার যত ক্লেদ আর কালিমা ধুয়ে ফেলতে নদীর কাছে আসে। তার সেদিন মনে হয়, এই নদীর কাছেই আছে সব প্রশ্নের উত্তর।

রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ৯ আগস্ট সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হবে ‘সিদ্ধার্থ’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। ১০ আগস্ট একই সময়ে হবে দ্বিতীয় প্রদর্শনী। ৩য় ও ৪র্থ প্রদর্শনী দেখা যাবে ১১ আগস্ট বিকেল ৪টায় ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। নাটকটি নিয়ে নওশাবা বলেন, ‘সিদ্ধার্থ দারুণ একটা উপন্যাস। আত্মোপলব্ধির গল্প। উপন্যাসটা যতবার পড়েছি, ততবারই মনে হয়েছে এটা নিয়ে কেন কাজ হয় না। অবশেষে এটা নিয়ে কাজ শুরু হলো। সেটার সঙ্গে থাকতে পারাটা আমার কাছে রীতিমতো ভাগ্যের ব্যাপার।’

মঞ্চে নওশাবা নিয়মিত নন। নির্দিষ্ট কোনো দলের সঙ্গেও যুক্ত নেই তাঁর নাম। তবে অভিনয় শেখার তাড়না থেকে নওশাবা জড়িয়ে থাকতে চান মঞ্চনাটকের কার্যক্রমের সঙ্গে। সে ইচ্ছা থেকেই নির্দেশক রেজা আরিফের কাছে নতুন কোনো প্রযোজনায় যুক্ত থাকার ইচ্ছাপোষণ করেছিলেন। ‘সিদ্ধার্থ’ নিয়ে যখন পরিকল্পনা হচ্ছিল, তখন আরশিনগর নাট্যদলের সদস্যদের সঙ্গে কিছুদিন স্ক্রিপ্ট পড়েছিলেন নওশাবা। এরপর নাটকে অভিনয়ের প্রস্তাব পান। মাসখানেক ধরে নাটকটির মহড়ায় নিয়মিত অংশ নিচ্ছেন নওশাবা।

এর আগে গত বছরের শেষের দিকে কমলা কালেক্টিভের ‘নীল ছায়া’ নাটকে অভিনয় করেছিলেন নওশাবা। ছয় মাস পর সিদ্ধার্থ দিয়ে আবার মঞ্চে ফেরা হচ্ছে তাঁর। সুযোগ পেলে নিয়মিত মঞ্চনাটকে অভিনয় করতে চান বলেই জানালেন অভিনেত্রী। বললেন, ‘হয়তো থিয়েটারে অর্থ পাওয়া যায় না, কিন্তু এখানে অভিনয় শেখার সুযোগ পাওয়া যায়। নিজের সঙ্গে নিজের একটা বোঝাপড়া হয়। সে জায়গা থেকে আমার মনে হয়েছে, আমি নিবেদিতভাবে মঞ্চনাটকের সঙ্গে থাকব।’



বার্তা সূত্র