Sunday, March 16, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত

বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (১১ মার্চ) স্বাধীনতা পুরস্কার-২০২৫ প্রদান সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের জারি করাএকটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, “সুপ্রিম কোর্টের যে রায়ের পটভূমিতে ২০১৬ সালে সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে (মরণোত্তর) ২০০৩ সালে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার বাতিল করে- সেই রায়ে তার স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা ছিল না। তাই মুক্তিযুদ্ধে তার অসাধারণ অবদান বিবেচনায় তার স্বাধীনতা পুরস্কার বাতিলের সিন্ধান্ত সরকার রহিত করেছে।”

সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ পুরস্কার দিয়ে আসছে। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে পাঁচ লাখ টাকা, স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়