আকাশ থেকে তোলা ফুটেজে দেখা যাচ্ছে, ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা পর্বতমালায় প্যালিসেডস দাবালনের বিরুদ্ধে রাতভর লড়াই চালিয়ে গেছে একাধিক হেলিকপ্টার। শুক্রবার, ১০ জানুরারি, ২০২৫।
লস অ্যাঞ্জেলেস একালায় দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন ১০,০০০-এর বেশি ভবনকে ছাই ও ধ্বংসস্তূপে পরিণত করার পাশাপাশি অন্তত ১৬জনকে হত্যা করেছে, হাজারো মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং সান ফ্রান্সিসকোর চেয়েও দৈর্ঘ্যে বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে।
আগুন মঙ্গলবার শুরু হয় এবং সান্তা আনার ঝোড়ো হাওয়ায় তীব্র হয়ে ওঠে। বৃহস্পতিবার বাতাস কিছুটা শান্ত হলেও, আবহাওয়াবিদরা সতর্ক করেন যে সপ্তাহান্তে আবার জোরালো হতে পারে।
লস অ্যাঞ্জেলেস শহর ও কাউন্টি কর্মকর্তারা শুক্রবার সকালে জানিয়েছেন যে প্যালিসেডস এলাকায় ধ্বংসযজ্ঞ চালানো আগুনের মাত্র ৮% নিয়ন্ত্রণে আনা গেছে।
নিহতদের সংখ্যা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে কর্মকর্তারা শনিবার জানিয়েছেন যে অন্তত ১৬ জন মারা গেছেন।