Skip to content

সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা গাঙ্গুলি বাগান থেকে যাদবপুর

আমাদের ভারত, কলকাতা, ৮ মার্চ: পয়লা বৈশাখের দিন মঙ্গল শোভাযাত্রায় পা মেলানোটা এখন পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছেই সময়ের আবেদন হয়ে দাঁড়িয়েছে। ঠিক যে ভাবে আশির দশকের শেষের দিকে সময়ের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশে শুরু হয়েছিল মঙ্গল শোভাযাত্রা।

বাংলা বর্ষ বরনের দিন এই মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কো ইতিমধ্যেই ‘অধরা বিশ্ব ঐতিহ্য’ হিসাবে স্বীকৃতি দিয়েছে। ২০১৭ সালে পশ্চিমবঙ্গে মঙ্গল শোভাযাত্রার যে পথ চলা শুরু হয়েছিল তা অব্যাহত রয়েছে। প্রতি বছরের মতো এই বছরও ‘পশ্চিমবঙ্গ মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার কেন্দ্রে’র উদ্যোগে এই শোভাযাত্রা শুরু হবে সকাল আটটায় কলকাতার গাঙ্গুলি বাগান মোড় থেকে। শেষ হবে যাদবপুরে।

ছৌ, রনপা সহ বাংলার বিভিন্ন লোকজ সংস্কৃতি নিয়ে শোভাযাত্রায় পা মেলাবেন শিল্পীরা। ঢাক, ঢোল, দোতারা, বাঁশি দিয়ে শিল্পীরা প্রদর্শন করবেন তাঁদের শিল্পকর্ম। এবার শোভাযাত্রার বিশেষ আকর্ষণ শিল্পীদের হাতে গড়া বিরাট মেছো বিড়াল, বুলবুলি পাখি ও একতারা হাতে বাউল। সঙ্গে রাস্তা জুড়ে থাকবে রাতজাগা আলপনা। স্কুল, কলেজের ছাত্র ছাত্রীরা শিল্পীদের হাতে গড়া মুখোশ পরে হাঁটবে এই পদযাত্রায়। পদযাত্রায় শেষে থাকবে বাংলার বিভিন্ন রকমারি খাবারের সমাহার।

মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পাটুলি কিশোর বাহিনী ক্লাবে শুরু হয়েছে কর্মশালা। আগামী ২ এপ্রিল থেকে শুরু হয়েছে এই কর্মশালা। চলবে পয়লা বৈশাখের আগের দিন পর্যন্ত। গোটা দিন ব্যাপী শিল্পীরা করছে তাদের শিল্প কর্ম। কর্মশালার নেতৃত্বে আছেন বাংলার দুই শিল্পী প্রদীপ গোস্বামী ও সুদীপ রক্ষিত। এ ছাড়াও মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে আগামী ১৩ এপ্রিল গঙ্গুলিবাগান কলতান হলে অনুষ্ঠিত হবে শিশু কিশোরদের বসে আঁকো প্রতিযোগিতা।

মঙ্গল শোভাযাত্রা একান্ত ভাবেই সম্প্রীতির উৎসব, ভালোবাসার উৎসব, নিজের মন থেকে রাগ, বিদ্বেষকে বিসর্জন দেওয়ার উৎসব। মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার কেন্দ্রের সম্পাদক বুদ্ধদেব ঘোষ এব্যাপারে বলেন, যেভাবে এখন সাম্প্রদায়িক বিষ বাষ্প বাংলার সমাজ জীবনকে কলুষিত করছে সেখানে মঙ্গল শোভাযাত্রার মতো অসাম্প্রদায়িক উৎসব হয়ে উঠতে পারে ধর্মীয় মৌলবাদকে রোখার অন্যতম হাতিয়ার।

ইতিমধ্যেই মঙ্গল শোভাযাত্রা কলকাতা ছাড়িয়ে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। আমরা গোটা রাজ্যে এই সম্প্রীতির উৎসব ছড়িয়ে দিতে চাইছি।

বার্তা সূত্র