Skip to content

সজ্জা থেকে প্রতিমার রূপ, দক্ষিণ কলকাতার যে সেরা প্যান্ডেলগুলি না দেখলে পুজো মাটি

সজ্জা থেকে প্রতিমার রূপ, দক্ষিণ কলকাতার যে সেরা প্যান্ডেলগুলি না দেখলে পুজো মাটি


DurgaPuja 2023: দক্ষিণ কলকাতা মানেই কিন্তু একগুচ্ছ সেরা প্যান্ডেল। এ বছর তো পুজোর রেশ শুরু হয়ে গিয়েছে মহালয়া থেকেই।

পুজো মানেই আড্ডা, খাওয়া, হইহুল্লোড় আর অবশ্যই ঠাকুর দেখতে যাওয়া। চষে ফেলা গোটা শহর। কোন পুজোয় প্রতিমার সাবেক রূপ, কোন প্যান্ডেলের ঝাড়লণ্ঠন সেরা, কোথাও আবার আলোর রশনাই। কোথাও বা প্যান্ডেলের ভাবনা ভুবনজোড়া। আর সেই সমস্ত চাক্ষুষ না করতে পারলে পুজো জমে নাকি। পুজো মানে যেমন উত্তর কলকাতা, তেমনই মধ্য বা দক্ষিণ কলকাতা। পুজোয় সারারাত ঠাকুর দেখতে তো যাবেন। কিন্তু সেরার তালিকায় কলকাতার কোন কোন মণ্ডপকে রাখতেই হবে জানেন তো?

দক্ষিণ কলকাতা মানেই কিন্তু একগুচ্ছ সেরা প্যান্ডেল। এ বছর তো পুজোর রেশ শুরু হয়ে গিয়েছে মহালয়া থেকেই। বহু জায়গাতেই উদ্বোধন হয়ে গিয়েছে পুজো। মানুষের ঢল নেমেছে রাস্তায়। দ্বিতীয়া, তৃতীয়াতেই মানুষ বেরিয়েছে ষষ্ঠী সপ্তমীর মতো। ফলে পুজোর প্রধান দিনগুলোয় অবস্থা কী দাঁড়াবে, তা অনুমান করাটা কঠিন নয়। তা এবারের পুজোয় সেরার সেরা ভাবনা নিয়ে হাজির হয়েছে কোন কোন প্যান্ডেলের। দক্ষিণের সেরা প্রতিমা, সেরা মণ্ডপ কোনগুলি? দেখে নিন হাতে গরম পুজো গাইড।

আরও পড়ুন: এবার পুজোর পরিক্রমা জমুক সেরা বনেদি বাড়ির দালানে

দক্ষিণের সেরা পুজোর তালিকা লম্বা। তবে বছরের পর বছর ধরে যে পুজো প্যান্ডেলগুলোর টানে রাস্তায় নেমেছে জনস্রোত, দূরদূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন, এবারের পুজোয় তাদের মণ্ডপ বা প্রতিমা ভাবনা কী জানেন?

চেতলা অগ্রণী

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা প্যান্ডেল চেতলা অগ্রণী। প্রতিবার এই পুজোর ঠাকুর দেখতে জনস্রোত নামে রাস্তায়। প্রতিবছরই এই প্রতিমার চক্ষুদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার উদ্বোধন হয়েছে ভার্চুয়ালি। ফলে এ বার মুখ্যমন্ত্রীকে ছাড়াই প্রতিমা সম্পূর্ণ হয়েছে। এবার চেতলার মণ্ডপ ভাবনা- যে যেখানে দাঁড়িয়ে আছে। শিল্পী আশ্চর্য এক মোরগলড়াইয়ের দৃশ্য সেখানে তুলে ধরেছেন, তুলে ধরেছেন, মানুষের উঠে যাওয়া সিঁড়ির গল্প। আর মণ্ডপের ভিতরে দেবীর অবস্থান। মহিষাসুর এখানে যোগীমূর্তিতে অবস্থান করছেন। দেবীর দু-পাশ আলো করে বসে আছেন দুর্গার চার সন্তান।

DurgaPuja 2023 South Kolkata best puja pandals and idols

ত্রিধারা সম্মেলনী

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজো হিসেবে পরিচিত এই পুজো। এবার ত্রিধারার ভাবনায় রয়েছে উৎসব। মূলত উৎসব যে ধর্মবর্ণ নির্বিশেষে সকলের, সেই ভাবনাই তুলে ধরেছেন শিল্পী। এখানকার দেবীমূর্তি তাঁদের ভাবনার মতোই উজ্জ্বল।

DurgaPuja 2023 South Kolkata best puja pandals and idols

মুদিয়ালি

দক্ষিণ কলকাতার পুজো মানেই সেই তালিকায় মুদিয়ালি থাকতেই হবে। তাদের এবারের ভাবনা সমাহারে সমারোহ। সে সমারোহই বটে। অসংখ্য প্রদীপের আলো দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। বেলপাতা দিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেলের মাথায় দুটি দেবী মুখ। আলো থেকে শুরু করে সাজ, সবেতেই সেই সমারোহর মেজাজটি বজায় রেখেছে এই প্যাণ্ডেলটি।

DurgaPuja 2023 South Kolkata best puja pandals and idols

 

সুরুচি সঙ্ঘ

দক্ষিণ কলকাতা পরিক্রমা করতে বেরিয়েছেন, আর সুরুচি সঙ্ঘ দেখবেন না, তা আবার হয় নাকি। এবার তাঁদের ভাবনা ‘মা তোর একই অঙ্গে এত রূপ।’ বাংলার সমস্ত হারাতে বসা শিল্প দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেল। এখানে দেবীর রূপেও দেবীর রূপের ছায়া। বীরভূম এলাকার প্রাচীন এক শিল্প ডোকরা, ক্রমশ যা হারিয়ে যাচ্ছে কালের গর্ভে। সেই সমস্ত শিল্পকেই ঠাঁই দিয়েছেন শিল্পী তাঁর মণ্ডপভাবনায়।

DurgaPuja 2023 South Kolkata best puja pandals and idols

বাদামতলা আষাঢ় সঙ্ঘ

এই মণ্ডপে এবারের বিষয় ভাবনা প্রতিরূপ। মণ্ডপটিতে যেমন গাছ বাঁচানোর ভাবনা রয়েছে, তেমনই প্যান্ডেলের প্রতিটি জায়গা থেকে প্রতিবিম্বিত হচ্ছে দেবীমুখ। দেবী এখানে রুদ্রাণী, বনকন্যা। অসুরের দিকে তিনি তাক করে থাকেন তিরধনুক। মহিষাসুর রূপেই দেবীর পায়ে সমর্পিত অসুরটিও।

DurgaPuja 2023 South Kolkata best puja pandals and idols

বাবুবাগান

প্রতিবারই নিজেদের স্বকিয়তায় সেজে ওঠে বাবুবাগানের প্যান্ডেল। এবার তাদের প্যান্ডেল সেজেছে কলকাতার নানা দ্রষ্টব্য স্থানের আদলে। মণ্ডপে ঠাঁই পেয়েছে বিশ্ববাংলার লোগো। দেবী এখানে শ্বেতবর্ণা।

বোসপুকুর শীতলা মন্দির

এবার বোসপুকুরের মণ্ডপভাবনায় প্রাধান্য পেয়েছে লোহা। প্রায় ১০ হাজারেরও বেশি লোহার চেয়ার দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেলটি। দেবীর এখানে শান্তরূপ। পুত্র, কন্যা নিয়ে স্নিগ্ধরূপে উপবিত দেবী তেমনই রাজসিংহাসনে।

DurgaPuja 2023 South Kolkata best puja pandals and idols

সেলিমপুর পল্লী

দক্ষিণের পুজো গুলোর মধ্যে অন্যতম সেলিমপুর পল্লী। এবার তাঁদের ভাবনা অন্তর্দৃষ্টি। মণ্ডপ সাজানো হয়েছে অসংখ্য চোখ দিয়ে। দেবী সিংহে উপবিত, উদ্বাহু। দেবীমূর্তিতে নজর কাড়বে তাঁর চোখ।

DurgaPuja 2023 South Kolkata best puja pandals and idols

বালিগঞ্জ কালচারাল

দক্ষিণ কলকাতা পরিক্রমায় এলে যে প্যান্ডেলটি মিস করা মানা তা হল বালিগঞ্জ কালচারাল। প্রতিবারই তাঁদের অন্যরকম ভাবনা নজর কাড়ে দর্শকের। এবার তাঁদের ভাবনা কথাবলী। গোটা প্যান্ডেল সেজেছে অসংখ্যা চেনা-পরিচিত কবিতা ও গানের লাইনে। সুনীল, শক্তি, জয়, নচিকেতা, রূপম- কে নেই তাতে। দেবী মূর্তি খানিকটা সাবেকি। দেবীর চালচিত্রে খোদিত রয়েছে শিবের বহু নাম।

DurgaPuja 2023 South Kolkata best puja pandals and idols

তবে এছাড়াও দক্ষিণ কলকাতা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য দুর্দান্ত প্যান্ডেল ও তাদের প্রতিমা। দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখতে এলে সেগুলো তো দেখবেনই, তবে সেরা এই প্রতিমাগুলি বাদ দেবেন না কিন্তু।

 

More Articles



সংবাদ সূত্র