Skip to content

সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করুন: সরকারি কর্মচারীদের প্রতি মির্জা ফখরুল

সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করুন: সরকারি কর্মচারীদের প্রতি মির্জা ফখরুল

সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করতে বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী সংগঠনের সমাবেশে তিনি এ আহবান জানান।

বিএনপি মহাসচিব বলেন, “রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আবার ক্ষমতায় যাওয়া চেষ্টা করছে সরকার। দেশের জনগণ ও সব রাজনৈতিক দল যদি একত্রিত হয়, তাহলে সরকারের (আওয়ামী লীগ) ক্ষমতা আঁকড়ে ধরার সব প্রচেষ্টা ব্যর্থ হবে।”

মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগ পুরো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ক্ষমতায় রয়েছে। ২০১৪ ও ২০১৮ সালে পরপর দুইটি হাস্যকর জাতীয় নির্বাচন করে তারা ক্ষমতায় এসেছে। তারা আবার স্বপ্ন দেখছে, একইভাবে নির্বাচন করে ক্ষমতায় আসার। প্রতিদিন খবরের কাগজ খুললে দেখবেন, ডিসি-এসপিদের বদলি, নতুন পদায়ন এবং প্রশাসনের হাজার হাজার লোকের পদোন্নতির খবর।”

তিনি বলেন, “প্রশাসনকে আগের মতো নিয়ন্ত্রণ করে, আবার নির্বাচন করার চিন্তায় তারা এসব করছে। এটা আর হবে না। অন্যান্য বিরোধী দলের সঙ্গে মিলে, জনগণের ভোটাধিকার ও স্বাধীনতা পুনরুদ্ধার-এর জন্য আন্দোলন করছে বিএনপি।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, “প্রশাসনে, আইন প্রয়োগকারী সংস্থায় ও বিচার বিভাগে যারা আছেন, তাদের সংবিধান ও আচরণবিধির মেনে দায়িত্ব পালনের অনুরোধ করছি। অন্যায়ের কাছে মাথা নত করবেন না। বরং জনগণের পক্ষে অবস্থান নিন।”

গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোট ও অন্যান্য হারানো অধিকারের জন্য বিরোধী দলের চলমান আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য পেশাজীবীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

সূত্র: ভয়েজ অব আমেরিকা