Skip to content

সংখ্য়ালঘুদের জন্য বড় ঘোষণা, গাড়ি কিনলেই ৩ লাখ ভর্তুকি এই রাজ্য়ে

সংখ্য়ালঘুদের জন্য বড় ঘোষণা, গাড়ি কিনলেই ৩ লাখ ভর্তুকি এই রাজ্য়ে
গাড়ি কেনার জন্য সংখ্যালঘু সম্প্রদায়কে ৩ লাখ টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা করল কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন কংগ্রেস সরকার।

এই প্রকল্প অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিরা তাঁদের পছন্দ মতো গাড়ি কেনার সময় ৩ লাখ ভর্তুকি পাবেন সরকারের তরফে। অবশিষ্ট অর্থের জন্য, সরকার তাঁদের বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণ পেতে সহায়তা করবে।

তবে এই স্কিমটির বিশেষ কিছু শর্ত রয়েছে। স্কিমের আওতাভুক্ত হওয়ার জন্য অবশ্যই আবেদনকারীকে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে। কর্ণাটকের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তাঁর বার্ষিক আয় অবশ্যই বার্ষিক সাড়ে চার লাখ টাকার কম হতে হবে।

Taruner Swapna Scheme 2023 : প্রত্যেক পড়ুয়ারা পাবেন ১০ হাজার টাকা, ​কী ভাবে আবেদন করবেন তরুণের স্বপ্ন প্রকল্প?
কর্নাটকের সংখ্যালঘু কল্যাণ ও ওয়াকফ মন্ত্রী জমির আহমেদ খান বলেন, “একজন ড্রাইভারের কখনই সারাজীবন ড্রাইভারিকেই পেশা হিসেবে রেখে দেওয়া উচিত নয়। তাঁকে একটি গাড়ির মালিকও হতে হবে। যাতে তিনি সহজেই তাঁর পছন্দ মতো ৪ লাখ টাকা মূল্যের একটি চার চাকা গাড়ি কিনতে পারেন তার ব্যবস্থা করেছে সরকার। সরকার এক্ষেত্রে ওই ব্যক্তিতে ৩ লাখ টাকা ভর্তুকি দেবে।” তিনি আরও যোগ করেছেন, “আমরা ঋণ দিয়েও সাহায্য করব। তাঁকে গাড়ির মূল্যের মাত্র ১০% আগে পেমেন্ট করে দিতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি গাড়ির মূল্য চার লাখ টাকা হয় তবে তাঁকে ৪০ হাজার টাকা প্রাথমিক পেমেন্ট করতে হবে। আমরা ৩ লাখ টাকা ভর্তুকি দেব। অবশিষ্ট অর্থের জন্য আমরা ব্যাঙ্ক ঋণ দেব।”

তবে সরকারের এই প্রকল্পের তীব্র বিরোধিতা করেছে গেরুয়া শিবির। কংগ্রেস সরকারের এই প্রকল্পের বিরোধিতা করে সমলোচনা করেছে বিজেপি। তুষ্টিকরণের রাজনীতি ও একটি ‘ধর্ম লক্ষ্যযুক্ত প্রকল্প’ বলে অভিহিত করেছে বিজেপি

বিজেপির মুখপাত্র অশোক এমএম-এর কথায়, ধর্মের বিভাজনের রাজনীতি করে মানুষের মধ্যে ক্ষোভের আগুনকে আরও বেশি করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে।

Priyank Kharge Supports Udhayanidhi : ‘এই ধর্ম রোগে পরিণত হয়েছে’, স্ট্যালিন পুত্রকে সমর্থন প্রিয়ঙ্ক খাড়গের
বিজেপি নেতা তেজস্বী সূর্য সোশ্যাল মিডিয়া মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন, “কংগ্রেস নিজের পকেটে টাকা ভরতে নির্দেশিকা মূল্য ৩০ শতাংশ বাড়িয়েছে। বিদ্যুতের দাম দ্বিগুণ করেছে। বাড়ানো হয়েছে দুধের দাম, রোড ট্যাক্স, আবগারি শুল্ক। ৫% সেসও তোলার পরিকল্পনা করছে কংগ্রেস। আর এখন ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজনের চেষ্টা করছে কংগ্রেস। ধর্ম ভিত্তিক প্রকল্প চালু করা হচ্ছে। শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ব্য়ক্তিদের গাড়ি কেনার জন্য ৩ লাখ টাকা ভর্তুকি দেবে কংগ্রেস সরকার। কংগ্রেস নিজের ভোটব্যাঙ্ক অক্ষুন্ন রাখতে যে কোনও সীমায় পৌঁছতে পারে। তুষ্টিকরণের মাধ্যমে ভোটারদের খুশি করতে চায় কংগ্রেস। সেক্ষেত্রে যদি কর্মঠ, মধ্যবিত্ত পরিবারগুলির নাভিশ্বাসও ওঠে তাতেও কংগ্রেসের কিছু যায় আসে না।

Mamata Banerjee : ‘ওঁদের সব ধর্মকে সম্মান করা উচিত’, উদয়নিধিকে ‘সনাতন পাঠ’ দিলেন মমতা
অন্য়দিকে এই প্রকল্পের সমালোচনা করেছেন বিজেপির সিটি রবিও। লেখেন, “যদি নির্লজ্জতার একটা নাম থাকত, তাহলে সেটাকে অবশ্যই কংগ্রেস বলা হত। কর্ণাটকের টিপু সুলতান সরকার মূল ভোটারদের সন্তুষ্ট করতে তুষ্টিকরণে রাজনীতি চালিয়ে যাচ্ছে। এটা সংখ্যাগরিষ্ঠদের জন্য একটি বিশাল অপমান। তাঁদের সবাইকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, ভাঁওতাবাজি করেছে কংগ্রেস।

বার্তা সূত্র