TMC Conflict : টাকার বিনিময়ে কমিটিতে ঠাঁই, তৃণমূল জেলা সভাপতি-চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ মালদায়
৭ নম্বরে সংখ্যালঘু সেল ও ৪ নম্বরে ছাত্র সংগঠনের পদাধিকারীদের নাম ছাড়াই ওই তালিকা প্রকাশিত হয়েছে। আর যা নিয়ে তৈরী হয়েছে বিতর্ক। বিরোধীদের দাবি, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাই ওই পদে কাউকে বসাতে পারেননি ওঁরা।
এই বিষয়ে ISF-র রাজ্য কমিটির সহ সম্পাদক লক্ষীকান্ত হাঁসদার দাবি, “সংখ্যালঘুদের সঙ্গে তৃণমূল কোনোকালেই ছিল না। ওই সম্প্রদায়ের মানুষ এখন বিষয়টি বুঝতে পেরেছেন বলেই এই অবস্থা। তৃণমূল শুধু সংখ্যালঘুদেরকে নিয়ে খেলা করেছে। তাঁদেরকে ভোট ব্যাঙ্ক বানিয়ে রেখেছে তৃণমূল। কিন্তু এবার আর ওই মানুষগুলি তৃণমূলের পাতা ফাঁদে পা দেবেন না।”
Mamata Banerjee : রাজ্যে ফিরে ভোটটা দিন, বার্তা মমতার
আগামি পঞ্চায়েত নির্বাচনেও শাসক দল কোনও সংখ্যালঘু প্রার্থী খুঁজে পাবেনা বলে জানান তিনি। বাঁকুড়া জেলা BJP-র সাধারণ সম্পাদক বিপত্তারণ সেন বলেন, “তৃণমূল এতদিন সংখ্যালঘু সম্প্রদায়কে ‘ভোটার হিসেবে দেখেছে’, মানুষ হিসেবে মান্যতা দেয়নি। এক শ্রেণীর মানুষকে লাগাতার তোষণ করে সংখ্যালঘুদেরকে সাড়া রাজ্য তথা দেশের সামনে ছোট করেছে তৃণমূল। গতবারের ভোটে ওরা সংখ্যালঘুদের CAA, NRC নিয়ে ভুল বুঝিয়ে রেখেছিল। এবার আর তাতে কাজ হবে না।”
এটা বুঝতে পেরেই তাঁরা তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলে দাবি করেন তিনি। যদিও বাঁকুড়া জেলা তৃণমূলের ‘অঘোষিত নম্বর-১’ তথা তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্ত্তী এবিষয়ে মুখ খুলতে নারাজ। যে যাই বলুক সংখ্যালঘু সম্প্রদায় তাদের সঙ্গেই আছেন বলে তিনি দাবি করেন।
TMC Conflict : কমিটি ঘোষণা নিয়ে ব্লক সভাপতি-বিধায়কের কোন্দল, বড়জোড়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব
এই বিষয়ে তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ভুল কথা বলছেন বিরোধীরা, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাদের সঙ্গেই আছেন। ওই পদে বেশ কয়েকজন নেতৃত্বের নাম উঠে এসেছে। সঠিক সময়ে সব জানা যাবে। বিরোধীদের বলব, আমাদের দিকে না তাকিয়ে নিজেদের দিকটা দেখুন।” আলোচনা শেষেই সংশ্লিষ্ট পদাধিকারীর নাম ঘোষণা করা হবে বলে তিনি জানান।