Skip to content

সংখ্যালঘুদের ভোট টানতে আরএসএস’র নয়া চাল

সংখ্যালঘুদের ভোট টানতে আরএসএস’র নয়া চাল

আরএসএস-সংযুক্ত মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ (এমআরএম) ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ‘এক জাতি, এক পতাকা, এক জাতীয় সঙ্গীত’ থিমের সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে পৌঁছানোর জন্য দেশব্যাপী প্রচার শুরু করবে। সংগঠনটি গতকাল বুধবার একথা বলেছে। এমআরএম স্বেচ্ছাসেবকরা ক্যাম্পেইনের অধীনে সম্প্রদায়ের সদস্যদের মধ্যে ‘সত্যিকারের মুসলিম, ভাল নাগরিক’ বার্তা ছড়িয়ে দেবে’। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) যুক্ত সংস্থা জানিয়েছে যে, ৮ জুন থেকে ১১ জুন ভোপালে এমআরএম স্বেচ্ছাসেবক এবং কর্মীদের জন্য তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। এমআরএম-এর প্রধান পৃষ্ঠপোষক, আরএসএসের জাতীয় নির্বাহী সদস্য ইন্দ্রেশ কুমার প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত থাকবেন।
২০২১ সালে উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলায় সর্বশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয় এবং এতে আরএসএস প্রধান মোহন ভাগবত, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল এবং সিনিয়র কর্মকর্তা রাম লাল উপস্থিত ছিলেন।
এমআরএমের মুখপাত্র শহিদ সাঈদ বলেছেন, ‘২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে, আরএসএসের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ সমগ্র মুসলিম সম্প্রদায়ের কাছে ‘এক জাতি, এক দেশ, একটি পতাকা, একটি জাতীয় সঙ্গীত এবং একটি আইন’ ধারণা নিয়ে যাওয়ার জন্য একটি প্রচার শুরু করবে’।
বিবৃতিতে তিনি বলেন, ‘প্রকৃত মুসলিম, সুনাগরিক’-এর বার্তা বহন করে এমআরএম স্বেচ্ছাসেবক ও কর্মীরা দেশের প্রতিটি প্রান্তে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে পৌঁছাবেন’। সাঈদ বলেন, এমআরএম রাজ্যের মুসলমানদের ‘প্রচুর জনসংখ্যার’ বিবেচনায় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনের জন্য মধ্যপ্রদেশের রাজধানী ভোপালকে বেছে নিয়েছে।
‘মুসলিম ভোটগুলো বিজেপির ভোট ব্যাঙ্ক (মধ্যপ্রদেশে) থেকে দূরে সরে যাচ্ছে। গত নির্বাচনে কংগ্রেস উত্তর ও কেন্দ্রীয় বিধানসভা আসনে জয়লাভ করেছিল। এ দুই আসনে মুসলিম জনসংখ্যা বেশি। উত্তর ভোপাল কংগ্রেসের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে’। চলতি বছরের শেষের দিকে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। সূত্র : পিটিআই।

বার্তা সূত্র