Skip to content

সংখ্যালঘুদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে নির্বাচনে বিরূপ প্রভাব ফেলবে : ঐক্য পরিষদ

চলতি মাসেই সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুত জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সব দাবি পূরণ না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর বিরূপ প্রভাব ফেলবে। সরকারের প্রতি এমন সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ হিন্দু , বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ।

আজ শুক্রবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এই বার্তা দেন পরিষদের কেন্দ্রীয় নেতারা। সংখ্যালঘু স্বার্থবান্ধব অঙ্গীকার পূরণে সারাদেশে সমাবেশ ও মিছিলের ডাক দেওয়া হয়। কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবের সামনের সড়কে।

মিছিল-পূর্ব সমাবেশে ঐক্য পরিষদের নেতারা বলেন, বিগত ২৩ সেপ্টেম্বর বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত গণঅনশন ও গণঅবস্থান চলাকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ নির্বাচনী ইশতেহারের সংখ্যালঘু স্বার্থবান্ধব অঙ্গীকারগুলো বাস্তবায়নে অঙ্গীকার করেন। চলতি অক্টোবর মাসেই তা যথাযথ বাস্তবায়ন করে সংখ্যালঘু জনমনে আস্থার ভাব তৈরি করতে হবে। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিরূপ প্রভাব ফেলবে।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থবান্ধব সাত দফা প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়। এরপর থেকেই এসব দাবি আদায়ে আন্দোলন চালিয়ে আসছে ঐক্য পরিষদ। যদিও এখন পর্যন্ত একটি দাবিও আলোর মুখ দেখেনি। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সাত দফার মধ্যে তিনটি আইন বাস্তবায়নের অগ্রগতি হয়েছে।

জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সংখ্যালঘু স্বার্থবান্ধব অপরাপর অঙ্গীকারগুলো চলতি অক্টোবর মাসেই বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বানে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বরিশাল, নোয়াখালী, রংপুর, গাইবান্ধা, ফেনী, ঝিনাইদহ, সাতক্ষীরা, সুনামগঞ্জ, খুলনা, পিরোজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ বাংলাদেশের বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচিতে সভাপতিত্ব করেন পরিষদের অন্যতম সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিক। বক্তব্য রাখেন, অন্যতম সংগঠনের সভাপতি ঊষাতন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাড. রাণা দাশগুপ্ত, মনীন্দ্র কুমার নাথ, অ্যাড. শ্যামল কুমার রায়, অ্যাড. কিশোর রঞ্জন মণ্ডল, লায়ন চিত্ত রঞ্জন দাস, অ্যাড. অনুপ কুমার সাহা, হৃদয় গুপ্ত, দিপালী চক্রবর্তী, ব্যারিস্টার তাপস বল প্রমুখ।



বার্তা সূত্র