Skip to content

শীঘ্রই শিক্ষায় ৩ হাজার নিয়োগ, প্রস্তাবে সিলমোহর

শীঘ্রই শিক্ষায় ৩ হাজার নিয়োগ, প্রস্তাবে সিলমোহর

কলকাতা: রাজ্য মন্ত্রীসভার বড় সিদ্ধান্ত। সোমবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে প্রায় তিন হাজার পদে শিক্ষক নিয়োগের প্রস্তাবে সিলমোহর দেওয়া হল। ওই সব নিয়োগ-প্রস্তাবের অধিকাংশই মাদ্রাসা শিক্ষকের পদে। বাকিগুলি অন্যান্য দপ্তরে বলে খবর।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের (Madrasa Service Commission) মাধ্যমে ১৭২৯ জন সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এছাড়াও ৭২৮ জন গ্রন্থাগারিক নিয়োগের প্রস্তাবে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রীসভা। এই নিয়োগের ব্যাপারে জেলা প্রশাসনগুলিতে একটি করে কমিটি গড়ার সিদ্ধান্ত হয়েছে। পুরুলিয়া ও বাঁকুড়ার একলব্য মডেল স্কুলের বিভিন্ন পদে ৭৪ জনকে নিয়োগ করা হবে। ঝাড়গ্রামে মাওবাদীদের হাতে আক্রান্ত পরিবারগুলির ২২ জনকে হোমগার্ড এবং দু’জন প্রাক্তন কেএলও সদস্যকেও হোমগার্ডের পদে চাকরি দেওয়ার ছাড়পত্র মিলেছে। কৃষি দপ্তরে ১২২টি নতুন পদ সৃষ্টি করবে রাজ্য। কালিম্পং এবং ঝাড়গ্রামে সমবায় দপ্তরের বিভিন্ন পদে ৪৪ জনকে নিয়োগ করার কথা। ইতিমধ্যে স্বাস্থ্য ক্ষেত্রে বেশ কিছু শূন্য পদে দ্রুত নিয়োগের প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। পাশাপাশি রাজ্য ও কলকাতা পুলিশের শূন্য পদগুলিতেও নিয়োগের কাজ চলছে।

পর্যবেক্ষকদের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে নিয়োগ দুর্নীতির অভিযোগে এমনিতেই অস্বস্তিতে রয়েছে রাজ্য সরকার। তার ওপর সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল গিয়েছে শাসকদলের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে মন্ত্রীসভার নিয়োগ সংক্রান্ত এই সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Instagram পেজ । 

আরও পড়ুন: শিক্ষকের চড়ে দু’কান বন্ধ দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার



বার্তা সূত্র