Skip to content

শিক্ষার্থীদের নিয়ে ‘মুজিব’ সিনেমা দেখলেন কাউন্সিলর জীবন

শিক্ষার্থীদের নিয়ে ‘মুজিব’ সিনেমা দেখলেন কাউন্সিলর জীবন

বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ জানতে তার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি এক সহস্রাধিক শিক্ষার্থীদের নিয়ে দেখেছেন জামালপুর পৌরসভার কাউন্সিলর এমদাদুল ইসলাম জীবন।

তিনি পৌর শহরের অন্তর্গত ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা সাধারণ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতেই নিজ উদ্যোগে টিকিট কেটে এই সিনেমা দেখান।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে শহরের মির্জা আজম অডিটোরিয়ামে ১২টার শোতে এই সিনেমা দেখান। বগাবাইদ উচ্চ বিদ্যালয়, মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বগাবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পলাশঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগেরহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা সিনেমাটি দেখেন।

কাউন্সিলর এমদাদুল ইসলাম জীবন বলেন, চলচ্চিত্রটি দেখলে বঙ্গবন্ধুর জীবন আদর্শ সম্পর্কে জানতে পারবেন এবং নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ হবে। এ ধারণা থেকেই মূলত তিনি এক সহস্রাধিক শিক্ষার্থীদের নিয়ে এই সিনেমা দেখেছেন।

এ বিষয়ে বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম বলেন, কাউন্সিলর এমদাদুল ইসলাম জীবন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে টিকিট কেটে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখালেন। এতে শিক্ষার্থীরা আমাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও জাতির পিতা শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে ও শিখতে পেরেছে।

বগাবাইদ উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী মিতু আক্তার বলেন, আমরা বই পড়ে ও টেলিভিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জেনেছি। আজকে সিনেমা দেখে অনেককিছুই জানতে ও শিখতে পারলাম।

মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাকিব হোসেন বলেন, কাউন্সিলর এমদাদুল ইসলাম জীবন আমাদের সকলকেই সিনেমাটি দেখার সুযোগ করে দিয়েছেন। আমাদের ভীষণ ভালো লেগেছে। সিনেমার শেষ মূহুর্তে ১৫ আগস্টের ঘটনা দেখে কেঁদে দিয়েছিলাম।

সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখানোর জন্য কাউন্সিলর এমদাদুল ইসলাম জীবনকে ধন্যবাদ জানিয়েছেন।

নয়া শতাব্দী/এফআই



বার্তা সূত্র