Skip to content

শরদ পাওয়ার কেন এনসিপি প্রধানের পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন, নেপথ্যে রয়েছে যে কারণ | শরদ পাওয়ার কেন এনসিপি প্রধানের পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন

শরদ পাওয়ার কেন এনসিপি প্রধানের পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন

India

oi-Sanjay Ghoshal

Google Oneindia Bengali News

সম্প্রতি এনসিপি প্রধানের পদ ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন শরদ পাওয়ার। ২৪ বছর ধরে যে পদে ছিলেন তিনি এদিন মঙ্গলবার এক লহমায় তিনি জানিয়ে দিলেন, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সভাপতির পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত। কিন্তু কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন, তার পিছনে রয়েছে কী কারণ?

সম্প্রতি জাতীয় দলের স্বীকৃতি হারিয়েছে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি বা এনসিপি। নির্বাচন কমিশন তৃণমূল ও সিপিআইয়ের মতো এনসিপির সর্বভারতীয় স্বীকৃতি কেড়ে নিয়েছে। এই অবস্থায় সেই দলে জাতীয় সভাপতির পদ একেবারেই গৌণ। সেই গুরুত্বহীন পদ থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শরদ পাওয়ার।

শরদ পাওয়ার কেন এনসিপি প্রধানের পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন

Photo Credit: ছবি সৌ:পিটিআই

যদিও তিনি জানিয়েছেন, এনসিপির জাতীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করছি। আমি চাই অন্য কেউ এখন দলের নেতৃত্বে আসুক। এখন আমি শুধু রাজনীতিতে মনোযোগ দিতে চাই। পার্টির পদে থাকতে চাই না। তাই গুরুত্বহীন পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি তিনি জানিয়েও দিয়েছেন এনসিপির নেতৃত্বে তিনি নতুন মুখ চান।

এখানেউই প্রশ্ন উঠতে পারে, তাহলে কি সম্প্রতি মহারাষ্ট্র এনসিপিতে ভাইপো অজিত পাওয়ারের নেতৃত্বে আড়াআড়ি বিভাজন সম্ভাবনা তৈরি হওয়ার জন্যই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন? এনসিপিতে সম্প্রতি ভাঙন জল্পনা তৈরি হয়েছিল। এখন তিনি সরে দাঁড়িয়ে নেতৃত্বের ভার অন্য হাতে তুলে দিয়ে জল ঢেলে দিলেন জল্পনায়?

শরদ পাওয়ার কেন এনসিপি প্রধানের পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন

Photo Credit: ছবি সৌ:পিটিআই

মহারাষ্ট্র রাজনীতিতে যেভাবে অজিত পাওয়ার ক্ষমতার অলিন্দে আসার জন্য এডাল ওডাল করার চেষ্টা করেছেন। সম্প্রতি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের জল্পনাও শুরু হয়েছিল। তা নিয়ে জল্পনার মধ্যেই শরদ পাওয়ার সিদ্ধান্ত নিলেন নেতৃত্ব ছাড়ার।

এদিকে শরদ পাওয়ার দলের সভাপতির পদ ছাড়ার কথা ঘোষণার পরই তাঁর অনুগামী ও সমর্থকরা বিক্ষোভ শুরু করেছেন। অবিলম্বে তাঁকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে বলে আর্জি জানাতে শুরু করেছেন তাঁরা। কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হল, কেন শরদ পাওয়ারকে ঘোষণা করতে হল সভাপতি পদ ছাড়ার কথা, তা নিয়েই চর্চা চলছে সর্বাধিক।

শরদ পাওয়ার কেন এনসিপি প্রধানের পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন

Photo Credit: ছবি সৌ:পিটিআই

এই অবস্থায় প্রশ্ন উঠে পড়েছে শরদ পাওয়ার যদি দলের সুপ্রিমোর পদ ছেড়ে দেন, তবে তার আসনে বসবেন কে? কে হবেন এনসিপির প্রধান? তবে কি শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারের হাতেই উঠতে চলছে এনসিপির রাশ? যে বিদ্রোহের সুর উঠেছিল কয়েকদিন আগে, সেই বিদ্রোহ দমন করতেই কি শরদ পাওয়ার এই সিদ্ধান্ত নিলেন?

১৯৯৯ সালের মে মাসে ভারতের জাতীয় কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছিলেন শরদ পাওয়ার। তারপর অপর দুই বহিষ্কৃত নেতা পিএ সাংমা ও তারিক আনোয়ারকে নিয়ে পরের মাসেই অর্থাৎ জুন মাসে তিনি তৈরি করেছিলেন এনসিপি বা জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি। সেই থেকে তিনিই ছিলেন এনসিপি প্রধান বা জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সুপ্রিমো।

English summary

Why Sharad Pawar decides to remove from NCP chief post

বার্তা সূত্র