Skip to content

রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল মিং

 

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে শঙ্কা দেখা দিয়েছিলো। কিন্তু এবার তা পরিষ্কার করলেন দেশটির সেনাপ্রধান জেনারেল মিং অং হাইং। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়া হবে বলে তিনি আগ্রহ প্রকাশ করেছেন।

সেনা অভ্যুত্থানের পর সোমবার (৮ ফেব্রুয়ারি) টেলিভিশনে দেওয়া প্রথম এক সাক্ষাৎকারে সেনাপ্রধান এ কথা জানান।

মিং অং হাইং বলেন, ভোট কারচুপি করে গত নভেম্বরে নির্বাচনে অং সান সু চির দল জয়লাভ করেছিল। আর এই জালিয়াতির কারণে সেনাবাহিনী ক্ষমতা নিয়েছে। তবে অচিরেই নতুন নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।

মিয়ানমারে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই অং সান সু চিসহ বাকিদের গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান। আর এই বক্তব্যের জেড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানাচ্ছেন দেশটির নাগরিকরা।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে বার বার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও নিরীহ এই মানুষদের ফিরিয়ে নিতে সম্মত হয়নি মিয়ানমার। দীর্ঘ প্রচেষ্টার পর যখন শান্তিপূর্ণ বৈঠকের মাধ্যমে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশ আশাবাদি ছিল ঠিক তখনই মিয়ানমারে ঘটল সেনা অভ্যুত্থান।

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রায় ১১ লাখ রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে প্রবেশ করে। প্রতিনিয়ত রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নিচ্ছে শিশু। ফলে এই সংখ্যা বেড়ে এগাচ্ছে দিগুনের দিকে। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সরকার ভাসানচরে করে দিয়েছেন আধুনিক সব বাড়ি-ঘর।