Sunday, January 19, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

‘রোহিঙ্গাদের অপতৎপরতার’ কারণে পাসপোর্ট আবেদনে ভেরিফিকেশন থাকছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

পাসপোর্ট আবেদনে পুলিশ ভেরিফিকেশন তুলে নেয়ার কথা ভাবলেও সহসাই এমন সিদ্ধান্ত নিচ্ছে না বাংলাদেশ সরকার।

সোমবার (৬ জানুয়ারী) ঢাকার আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তরে পরিদর্শন করতে গিয়ে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “পাসপোর্টের জন্য যে পুলিশি যাচাই ব্যবস্থা রয়েছে, রোহিঙ্গাদের অপতৎপরতার কারণে তা তোলা যাচ্ছে না। একসময় চিন্তা করেছিলাম পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেব; শুধু (এনআইডি) কার্ডের ওপরে দেবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার একটি চিন্তাভাবনা করা হচ্ছিল, তবে পুলিশ ভেরিফিকেশন তুলে দিলে অনেকেই ভুয়া নাম ঠিকানায় পাসপোর্ট করার সুযোগ পাবে।

বাংলাদেশে অবস্থানরত অবৈধ বিদেশিদের নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পাসপোর্ট পেতে এখনো ভোগান্তি হচ্ছে। সেই ভোগান্তি কীভাবে কমিয়ে আনা যায়, সে বিষয়ে চেষ্টা চলছে। বাংলাদেশে অবস্থানকারী বিভিন্ন বিদেশিদের আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে তারা সঠিক কাগজপত্রসহ তথ্যপ্রমাণ দেখাতে না পারলে তাদের আইনের আওতায় আনা হবে।”

এছাড়া সোমবার ডিবি কার্যালয়ে পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না।

–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়