Tuesday, March 25, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

রাশিয়া থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রের একজন শিক্ষক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতে আমেরিকান শিক্ষক মার্ক ফোগেল রাশিয়া থেকে মুক্তি পেয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তাকে হোয়াইট হাউসে স্বাগত জানান। ফোগেল চিকিত্সার জন্য ব্যবহারযোগ্য মেরিউয়ানা বহনের দায়ে ২০২১ সালের আগস্ট থেকে রাশিয়ায় আটক ছিলেন।

ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ফোগেল বলেন, “আমি নিজেকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ বলে মনে করছি।”

ফোগেল তার মুক্তির জন্য কাজ করার জন্য প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের কূটনীতিক এবং আইনপ্রণেতাদের প্রশংসা করেন।

ট্রাম্প বলেন, ফোগেলকে দেশে ফিরতে দিয়ে রাশিয়া যা করেছে তা প্রশংসনীয়। কিন্তু রাশিয়ার সাথে কোনো চুক্তির বিস্তারিত বিবরণ ট্রাম্প দেননি। কেবল বলেন এটি ছিল “ অত্যন্ত ন্যায় সঙ্গত এবং যুক্তিসঙ্গত”।

বুধবার ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র নিজেদের কারাগার থেকে একজন রুশ নাগরিককে মুক্তি দিচ্ছে। ওই নাগরিক রাশিয়ায় ফিরে যাবার পর তার পরিচয় প্রকাশ করা হবে।

বুধবার আরও একজন জিম্মিকে মুক্তির ঘোষণা দেয়া হবে বলেও জানান ট্রাম্প।

ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ মঙ্গলবার সকালে বলেছিলেন, ফোগেলকে মুক্ত করার জন্য যুক্তরাষ্ট্র এবং রাশিয়া “একটি বিনিময় আলোচনা” করেছে। তবে তিনি যুক্তরাষ্ট্রের পক্ষের দর কষাকষির বিষয়ে কোনো বিবরণ দেননি।

বরং, ওয়াল্টজ ফোগেলের মুক্তির চুক্তিটিকে বৃহত্তর ভূ-রাজনৈতিক শর্তাবলীর প্রেক্ষিতে বিবেচনা করেন। তিনি বলেন, এটি “রুশদের পক্ষ থেকে স্বচ্ছ বিশ্বাসের প্রদর্শন এবং ইউক্রেনের নৃশংস ও ভয়াবহ যুদ্ধের অবসান ঘটাতে আমরা যে সঠিক দিকে এগিয়ে যাচ্ছি তার চিহ্ন।” ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া তার প্রতিবেশির বিরুদ্ধে আক্রমণ শুরু করে। উভয় পক্ষেই কয়েক হাজার মানুষ হতাহত হয়।

২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের আগে ট্রাম্প ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।তবে সম্প্রতি তার সহযোগীরা বলেন, তিনি তার নতুন প্রশাসনের প্রথম ১০০ দিনের মধ্যে মোটামুটি এপ্রিলের শেষের দিকে এই যুদ্ধের অবসান ঘটানোর আশা করছেন।

–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়