Friday, January 17, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

রাশিয়ার কাজানে এক বাসভবনে আঘাত হেনেছে ড্রোন


রাশিয়ার কাজান শহরে একটি বাসভবনে কথিত ইউক্রেনীয় ড্রোনের আঘাত হানার মূহুর্তটি ধরা পড়েছে প্রত্যক্ষদর্শীদের তোলা ফুটেজে। শনিবার, ২১ ডিসেম্বর।

রাশিয়ার সংবাদ মাধ্যম ও বিমান কর্তৃপক্ষ শনিবার বলেছে, ইউক্রেনের ড্রোন হামলার ফলে নিকটবর্তী বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধৃত করে সংবাদ সংস্থাগুলি বলেছে, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

কাজানের মেয়র বার্তাবাহী অ্যাপ টেলিগ্রামে বলেছেন, সপ্তাহান্তে শহরে যে সকল অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল, সেগুলি বাতিল করা হবে এবং উদ্ধারকৃত ব্যক্তিদের অস্থায়ী বাসস্থানের বন্দোবস্ত করে দেবে কর্তৃপক্ষ। (রয়টার্স)

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে। দু’বছর পরও ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন অব্যাহত রয়েছে।

👉 আরও পড়ুন: https://www.voabangla.com/a/7909731.html

বিস্তারিত জানার জন্য আমাদের বায়ো বা আমাদের সম্পর্কে বর্ণনার জায়গাটি দেখুন।

–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়