Thursday, February 13, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

রাশিয়ার আক্রমণে ৯ জন নিহত: জেলেন্সকির তীব্র নিন্দা

বৃহস্পতিবার সকালে রাশিয়ার ড্রোন আক্রমণে অন্তত নয় জনের প্রাণহানির নিন্দা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এটিকে “ভয়াবহ ট্র্যাজেডি” বলে উল্লেখ করেন।

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে সুমি শহরে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ড্রোনটি আঘাত হানলে আরও ১৩ জন আহত হন বলে আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছেন।

জেলন্সকি টেলিগ্রামে বলেন, “এ হচ্ছে এক ভয়াবহ ট্র্যাজেডি, এক ভয়াবহ রুশ অপরাধ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই সন্ত্রাসের জন্য বিশ্ব যাতে রাশিয়ার উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখে”।

পুলিশ বলছে যে সন্ধান ও উদ্ধার তৎপরতা ১৯ ঘন্টা ধরে চলে।

যারা নিহত হন তাদের মধ্যে রয়েছেন তিনজন বয়স্ক দম্পতি আর আহতদের মধ্যে ছিল আট বছর বয়সী এক শিশু । শিশুটির মা ওই আক্রমণে নিহত হন।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী আঁদ্রি সিবিহা সামাজিক মাধ্যমে বলেন,“[ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির] পুতিন দাবি করছেন যে তিনি আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ঠিক এটাই করেন”।

ইউক্রেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার জানায় যে রাতের বেলায় রাশিয়া ৮১টি ড্রোন নিক্ষেপ করে । সামরিক বাহিনীর মতে এই সব আক্রমণে দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

গভর্ণর জানান ওডেসার দক্ষিণাঞ্চলে এই আক্রমণের ফলে ফসলের একটি গুদাম এবং একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে জেমস অ্যান্ডার্সন নামের একজন ব্রিটিশ লোক যাঁকে ইউক্রেনের পক্ষ হয়ে লড়াই করার জন্য রাশিয়ার কুরস্ক অঞ্চলে আটক করা হয়, তিনি সন্ত্রাসবাদ ও ভাড়াটে সৈন্য হবার অভিযোগের সম্মুখীন হবেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় তদন্তকারীরা।

নভেম্বর মাসে রাশিয়া ঘোষণা করেছিল যে তারা অ্যান্ডার্সনকে আটক করেছে।

তা ছাড়া যুক্তরাষ্ট্রের বিদেশি সাহায্যের পর্যালোচনা ও ৯০ দিনের জন্য তা বন্ধ থাকার অর্থ হচ্ছে , ইউক্রেনকে সাহায্যকারী যে গোষ্ঠীগুলি যুক্তরাষ্ট্রের অর্থায়নের উপর নির্ভর করে তারা এই পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হবে।

জেলেন্সকি বলেন বিদেশি সাহায্যের উপর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন তার ফলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার উপর কোন প্রভাব পড়বে না। তবে তা সত্ত্বেও ইউক্রেনের প্রেসিডেন্ট অর্থায়নে এই বিরতির ব্যাপারে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য এসেছে রয়টার্স ও এ এফ পি’র কাছ থেকে।

–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়